৫০২.৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) এর সার পরীক্ষাগার ও গবেষণা কেন্দ্র, চট্টগ্রামের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান ২২ মে ২০১৭ চট্টগ্রামস্ত হালিশহরে অনুষ্ঠিত হয়েছে। ভবনটি উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. আফছারুল আমীন, এমপি।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক জনাব খোন্দকার মঈনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত উদ্বোধন সভায় প্রধান অতিথি ডা. মো. আফছারুল আমীন, এমপি মহোদয় বলেন, বর্তমান সরকারের দূরদর্শী চিন্তার সঠিক বাস্তবায়ন আর কৃষকের শ্রমঘন প্রচেষ্টায় দেশ আজ খাদ্য উৎপাদনে ঈর্ষনীয় সফলতা অর্জন করেছে। দেশের অন্যান্য খাতেরও উন্নয়ন আজ দৃশ্যমান। সকলকে মিলে এ উন্নয়ন এগিয়ে নিতে হবে এবং এ সফলতাগুলো ধরে রাখতে হবে। যে উদ্দেশ্যে এ পরীক্ষাগার স্থাপন করা হয়েছে তার উদ্দেশ্য যেন যথাযথভাবে বাস্তবায়ন হয় সেদিকে লক্ষ্য রাখার পাশাপাশি সরকারের ভিশন বাস্তবায়নে প্রত্যেকের নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
জনাব মো. মোখলেসুর রহমান, এসএসও, এসআরডিআই এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. মো. আবদুল বারী সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ এর সংশ্লিষ্ট দপ্তরের উদ্ধর্তন কর্মকর্তাগণ।