Wellcome to National Portal
  • 2025-03-12-16-25-15c95fd3ae0d740427f19c779208b30b
  • 2025-03-12-16-16-b41688fcb8ac3df55c13eb5c82b62083
  • 2025-01-05-17-19-232bbb16275acb0da535d705c9b6f6d8
  • 2024-12-15-10-13-de23faa6fead7deef93b5973ae193323
  • 2023-12-28-06-44-fad1b3dffb04c90c1f14863ef06978d5
  • ICT Ebook
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ফেব্রুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় বারি মটরশুঁটি-৩ উৎপাদনের আধুনিক কলাকৌশল শীর্ষক মাঠ দিবস


প্রকাশন তারিখ : 2021-02-01

2021-02-09-12-18-d6a54f26c607a57341bff8015ccb8b31

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), কুমিল্লা এর আয়োজনে, ‘‘আঞ্চলিক উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্র, কুমিল্লাকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উন্নীতকরণ’’ প্রকল্প এর আর্থিক সহযোগীতায়, ২৮/০১/২০২১ তারিখে: ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া, রানীখার, ধরখার বøকে, বারি মটরশুঁটি-৩ উৎপাদনের আধুনিক কলাকৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে বিজ্ঞানীরা বলেন- মটরশুঁটি খুবই পুষ্টিকর একটি খাবার। মটরশুঁটিতে পলিফেলন ও ফাইবার থাকায় মানব দেহে ক্যান্সারসহ নানা রোগ প্রতিরোধে মটরশুঁটি প্রতিষেধক হিসেবে কাজ করে। মটরশুঁটি নানা প্রকার খাবারের সাথে ব্যবহার করা যায়। এটি একটি লাভজনক ফসল।
 
মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ড. মো. উবায়দুল্লাহ কায়ছার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা। সভাপতিত্ত¡ করেন- ড. মো. মুক্তার হোসেন ভ‚্ইয়া, উর্ধ্বতন বৈজ্ঞাানক কর্মকর্তা, বারি, কুমিল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কৃষিবিদ হাজেরা খাতুন, উপজেলা কৃষি অফিসার, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া; কৃষিবিদ মহিবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন- মো. হুমায়ুন কবীর, উপসহকারী কৃষি কর্মকর্তা, আখাউড়া, কুমিল্লা।