সবুজ ঢাকা কর্তৃক আয়োজিত ফুলের টব ও গাছ বিতরণ কর্মসূচী ফার্মগেটস্থ আ কা মু গিয়াসউদ্দীন মিল্কী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাননীয় মেয়র, জনাব আনিসুল হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সবুজ ঢাকা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মাননীয় মেয়র বলেন, পাঁচ বছরের মধ্যে ছবির মত শহরে পরিনত হবে ঢাকা শহর। বিভিন্ন রাস্তায় গেল মৌসুমে ৩১৮৮৫টি গাছ রোপণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বাড়ির ছাদ ও বারান্দায় গাছ লাগাতে নগরবাসী ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গুলোর সহযোগিতা চান। অনুষ্ঠানে মাননীয় মেয়র নগরবাসীর মাঝে বিনামূল্যে গাছ ও টব বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় ৩৬টি ওয়ার্ডে প্রায় ১৯ হাজার টবসহ গাছ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। আগে থেকে রেজিষ্ট্রেশন করা ১০০ জন বাসিন্দার মাঝে টবসহ ফুলের গাছ বিতরণ করে সবুজ ঢাকা নামের সংগঠনটি। ডিএনসিসি ছাড়াও গাছ বিতরণ কর্মসূচীর কারিগরী সহযোগিতায় আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফুলের গাছ ও টব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব মোঃ কুদরত-ই-গনী, পরিচালক, হর্টিকালচার উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি ফাউন্ডেশনের চেয়ারম্যান, কৃষিবিদ জনাব তারিক হাসান, এসিআই ফার্টিলাইজারের বিজনেস পরিচালক, কৃষিবিদ জনাব বশির আহমেদ, উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, জনাব জহিরুল ইসলাম মানিক, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, জনাব মফিজুর রহমান ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব আফসার উদ্দীন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এবং সবুজ ঢাকার উপদেষ্টা জনাব প্রীতি চক্রবর্তী। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় অনন্য ভূমিকা পালন করেন কৃষিবিদ জনাব মো: রাজু আহমেদ, উদ্যানতত্ত্ববিদ, হর্টিকালচার সেন্টান, গুলশান, ঢাকা । উল্লেখ্য যে, সবুজ ঢাকা কর্মসূচীর শুরু থেকে অদ্যাবধি বিভিন্ন কার্যক্রমে (ক্যাম্পাস ক্যাম্পেইন, রোড ক্যাম্পেইন ইত্যাদি) তিনি কারিগরী সহযোগিতা প্রদান করে আসছেন।