জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৫ আগস্ট ২০১৭ইং তারিখ বেলা ১২টার সময় সংগঠনের বনরুপাস্থ রাঙ্গামাটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে ১৯৭৫ সনের ১৫ আগস্ট তারিখে শাহাদত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অতপর বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা অর্জনে তাঁর গৌরবোজ্জল ভূমিকা, স্বাধীনতা পরবর্তীকালে অর্থনৈতিক মুক্তি অর্জনে কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর গৃহীত পদক্ষেপের উপর বিস্তারিত আলোচনা করা হয়। কৃষি ক্ষেত্রে বঙ্গবন্ধুর দূরদর্শী চিন্তা ও দিক নির্দেশনার ফলেই দেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে আলোচকবৃন্দ বলেন। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি কৃষিবিদ রমনী কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙ্গামাটি অঞ্চলের উপ পরিচালক কৃষিবিদ তপন কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ অমরজ্যোতি চাকমা। অনুষ্ঠানে কৃষিবিদ ইনস্টিটিউশন রাঙ্গামাটি জেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।