জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি জেলার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এ সকাল ১০টায় আলোচনাসভা, র্যালি ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের মূখ্য প্রশিক্ষক জনাব সুধেন্দু শেখর মালাকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব রমণী কান্তি চাকমা। র্যালি শেষে আলোচনা সভায় ছাত্র-ছাত্রী, কর্মচারী কৃষিপ্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ সহ সকল প্রশিক্ষকবৃন্দ বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও ১৫ আগস্টের তাৎপর্য তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উক্ত প্রতিষ্ঠানের মূখ্য প্রশিক্ষক জনাব পবন কুমার চাকমা ও জনাব আলী আহম্মদ। আলোচনা শেষে বঙ্গবন্ধুর পরিবার এর বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের প্রশিক্ষক জনাব মোহাম্মদ শাহে আলম।