Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুন ২০১৬

কৃষি যান্ত্রীকিকরণ একটি পর্যায়ে এসে থেমে গেছে একে এগিয়ে নিতে হবে- সচিব, কৃষি মন্ত্রনালয়


প্রকাশন তারিখ : 2016-06-02

গত ১ জুন ২০১৬ খুলনার সার্কিট হাউজ কন্ফারেন্স রুমে কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহ্ কৃষি মন্ত্রনালয়ের বিভিন্ন বিভাগের খুলনা অঞ্চলের বিভিন্ন পর্যায়ের অফিসারদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন । তিনি বলেন প্রতিটি উপজেলায় কৃষকদের নিয়ে গ্রুপ গঠন করতে হবে। প্রতি গ্রুপে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করলে ঐ এলাকার কৃষক বেশী উপকৃত ও লাভবান হতে পারবে। তিনি দক্ষিণাঞ্চলে যে সকল জমি বিভিন্ন সময়  অনাবাদি থাকছে  তা চাষের আওতায় আনার জন্য গবেষক ও সম্প্রসারণ কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন। লবনাক্ত এলাকায় উপযোগী প্রযুক্তি ও জাত উদ্ভাবন করে সম্প্রসারণ কর্মীদের মাধ্যমে কৃষকের দোর গোড়ায় পৌছে দিতে হবে। কৃষি সচিব আরও বলেন এ অঞ্চলের কৃষি সম্প্রসারণ সহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা কি কাজ করছে,কিকি সমস্যা এবং তার সমাধানে সরকারের কি করনীয় তা এক মাসের ভিতর কর্তৃপক্ষের মাধ্যমে মন্ত্রনালয়ে রির্পোট করতে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের  বিভিন্ন কাজ উপস্থাপনের মধ্যে মতবিনিময়কাল বিভিন্ন বিভাগের অফিসারদের দৃষ্টি আর্কষণ করে তিনি মতামত নেন ও আলোচনা করেন। লবনাক্ত অঞ্চলে যে সকল ফসল আবাদ হয় শস্য পর্যায় অনুস্মরণ করে তা চাষ করতে হবে এবং ক্রপিং ইন্টেনসিটি বাড়াতে হবে। মতবিনিময় অনুষ্ঠানে নেতৃত্ব দেন বিএডিসির চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ খুলনা বিভাগ,খুলনা। অনুষ্ঠানে কৃষি গবেষণা, বিনা, এস আরডিআই, এসসিএ, এআইএস, বিএডিসি, এটিআই, কৃষি বিপনন সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  অফিসার; সক্রিয় অংশ গ্রহন ও মত বিনিময় করেন।