ফসল সংগ্রোত্তর ব্যবস্থাপনার বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ গত ২৪ ও ২৫ জানুয়ারি ২০১৭ খ্রি. অনুষ্ঠিত হয়। দুদিন ব্যাপী এ প্রশিক্ষক প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা অংশগ্রহণ করেন। টিসিপি/আরএএস/৩৫০২ ফসল সংগ্রহোত্তর লস কমানো (উদ্যান ফসলের) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছোট উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ কৃষ্ণ চন্দ্র হোড়, অতিরিক্ত পরিচালক, ডিএই, সিলেট অঞ্চল, সিলেট। প্রধান অতিথির বক্তৃতায় মহোদয় বলেন, এক সময় ছিল যখন মানুষের মুখে দু’বেলা ভাত তুলে দেওয়া আমাদের গুরু দায়িত্ব ছিল। বর্তমানে আমরা শস্যখাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই সময় এসেছে পুষ্টি ও গুনগতমানের খাবার তথা শাকসবজি ও ফল উৎপাদন। তবে লক্ষনীয় বিষয় হলো, প্রতি বছর সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও পরিচর্যার অভাবে বিশাল অংকের ফল ও সবজি নষ্ট ও পচে যায়। ফলে কৃষিতে ব্যাপক লস হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিবিদ ড. মনোরঞ্জন ধর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, গাজীপুর মহোদয় স্বাগত বক্তব্য প্রদান করেন। সভাপতির বক্তৃতায় কৃষিবিদ ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, গাজীপুর মহোদয় বলেন শাকসবজি ও ফলের সংগ্রোত্তরে পরিকল্পিত ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে ফল ও শাকসবজি পচন রোধসহ ক্ষতির হাত থেকে ফসলকে রক্ষা করা সম্ভব। ফসল সংগ্রোত্তর ব্যবস্থাগুলো আপনাদের প্রশিক্ষণের মাধ্যমে অবহিত করানো হবে। পরবর্তীতে মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে এ প্রযুক্তিগুলো ছড়িয়ে দেয়ার জন্য বিনীত আহ্বান করেন। টমেটো, আম, কলা, ফূলকপি এবং ঝাড় সীমের ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের প্রথম দিন (২৪/০১/২০১৭) মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জেলা ও উপজেলা কর্মকর্তারা এবং দ্বিতীয় দিনে ২৫/০১/২০১৭) সিলেট ও সুনামগঞ্জ জেলার জেলা ও উপজেলা কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষক প্রশিক্ষণে রির্সোস বক্তা হিসেবে কৃষিবিদ ড.মদন গোপাল সাহা, মূখ্য বৈজ্ঞানিক অফিসার, বারি, গাজীপুর; কৃষিবিদ ড. মনোরঞ্জন ধর, প্রধান বৈজ্ঞানিক অফিসার, বারি, গাজীপুর এবং কৃষিবিদ ড. বাবুল চন্দ্র সরকার, প্রধান বৈজ্ঞানিক অফিসার, বারি, গাজীপুর মহোদয়গণ দায়িত্ব পালন করেন।