Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ফেব্রুয়ারি ২০১৭

রংপুরে চাষী পর্যায়ে বীজ উৎপাদনের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2017-02-26

চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (২য় পর্যায়) আঞ্চলিক কর্মশালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে গত মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। কর্মশালার শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শাহ আলম। শুরুতে প্রকল্প কার্যক্রমের ওপর স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. ছারওয়ার জাহান। কারিগরী সেশনে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলার চাষী পর্যায়ে উৎপাদিত গত বছরের আমন ও পাট বীজ এবং চলতি বছরের বোরো ও গম বীজ প্রদর্শনীর অগ্রগতি নিয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। বিশেষজ্ঞগণ উন্নতমানের বীজ উৎপাদনে মাঠমান ও বীজমান সঠিক রাখার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া চাষীদের বীজ উৎপাদনে উৎসাহিত করতে উৎপাদিত বীজ বিপণনে ভবিষ্যতে যেন কার্যকর পদক্ষেপ নেয়া হয়। এজন্য বীজ বিনিময়সহ সঠিক পরিকল্পনা গ্রহণে উপস্থিত সকলে মতামত প্রকাশ করেন। কারিগরী সেশনটি পরিচালনা করেন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক কৃষিবিদ সুরজিত সাহা রায়। কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বীজ প্রত্যয়ন এজেন্সী, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এবং কৃষি তথ্য সার্ভিস এর বিভিন্ন পর্যায়ের প্রায় ৮০জনের অধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। কর্মশালাটি সঞ্চালনা করেন কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু সায়েম।