Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মে ২০১৬

পাবনা ও সিরাজগঞ্জ জেলার চলমান কৃষি কার্যক্রম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইং এর কর্মকর্তাগণ


প্রকাশন তারিখ : 2016-05-12

পাবনা ও সিরাজগঞ্জ জেলার চলমান কৃষি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন , পরিবীক্ষণ ও মূল্যায়ন কাজের নিমিত্তে কৃষি মন্ত্রনালয়ের পরিকল্পনা উইং এর যুগ্ম-প্রধান মো. মঞ্জুরুল আনোয়ারসহ একটি উচ্চ পর্যায়ের পরিদর্শক দল গত ১২ মে বিকেলে ঢাকা হতে রওয়ানা হয়ে সিরাজগঞ্জে আগমন কওে রাত্রি যাপন করেন । পরদিন সকাল বেলা তারা সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কার্যালয়ের আওতায় পরিচালিত চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন , সংরক্ষণ ও বিতরন প্রকল্পের কার্যাবলীসহ মাঠে বীজ ধান উৎপাদনের ক্ষেত সরেজমিনে পরিদর্শন করেন। এরপর পরিদর্শক দল উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার উক্ত প্রকল্পের কার্যাবলী, চাষীর মাঠে উৎপাদিত বীজ ধান ও বাড়িতে বীজ সংরক্ষনের পদ্ধতিসহ সংরক্ষিত বীজ পরিদর্শন করেন এবং সিরাজগঞ্জ জেলার উপ পরিচালকের সাথে এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। পরে ঐ দিনই তারা সিরাজগঞ্জ হতে রওয়ানা হয়ে বিকাল ৪টায় পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় আগমন করেন। তথায় উত্তরচক প্রাইমারী স্কুলে আয়োজিত উক্ত প্রকল্পের চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরন ব্যবস্থাপনা বিষয়ে অনুষ্ঠিত এক চাষী সমাবেশে যোগদান করেন। তথায় পাবনাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিভূতি ভূষন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত চাষী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উইং  এর যুগ্ম-প্রধান মঞ্জুরুল আনোয়ার বলেন, উৎপাদন ক্ষেত্রে বীজই হলো অধিক ফসল পাওয়া এবং লাভবান হওয়ার প্রধান উপায়। সুতরাং পূর্ব প্রস্তুতি, পূর্ব সতর্কতা মেনে চাষীরা সঠিক উপায়ে যদি বীজ ধান উৎপাদন করে তবে তাদের পরবর্তী বৎসরে বীজের জন্য ধন্যা দিতে হবে না এতে তাদের প্রতারনা বা ঠকার আশংকাও  থাকবে না। সমাবেশ শেষে প্রধান অতিথি নিকটস্থ মাঠে আবাদকৃত ব্রী ধান- ২৯ এর বীজ উৎপাদন খামারে অন্যান্য অতিথিদের সঙ্গে নিজ হস্তে শস্য কর্তন করে আনুষ্ঠানিকভাবে শস্য কর্তন উদ্বোধন করেন। এরপর বীজ উৎপাদনকারী চাষী বিপ্লব সেন এর সদ্য রোপনকৃত আউশ ব্রী-৫৫ ধানের চারার খামার পরিদর্শন করেন। পরে পরিদর্শক দল জাতীয় পুরস্কার প্রাপ্ত চাষী উত্তর চক গ্রামের আব্দুল খালেক ও বিপ্লব কুমার সেন এর বাড়িতে সংরক্ষিত গম বীজ ও ধান বীজ পরিদর্শন ক’রে সন্তোষ প্রকাশ করেন। এরপর তারা টেবুনিয়া হর্টিকালচার সেন্টারে আয়োজিত উক্ত প্রকল্পের ধান, গম ও পাট বীজ উৎপাদক চাষীদের সাথে বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরন ব্যবস্থাপনা বিষয়ে এক মত বিনিময় সভায় মিলিত হন এবং চাষীদের বিভিন্ন প্রত্যাশিত প্রশ্নের জবাব দেন। পরে এত সংক্রান্ত বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিপনন বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ পাবনাস্থ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালকের সাথে মত বিনিময় করেন।

পরিদর্শক দলে দলীয় প্রধান ছিলেন কৃষি মন্ত্রনালয়ের পরিকল্পনা উইং যুগ্ম-প্রধান মঞ্জুরুল আনোয়ার, অন্যরা হলেন- চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ছারওয়ার জাহান, পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী প্রধান নাজমূল আলম, সহঃ প্রধান রোকুনুজ্জামান, সিনিয়র মনিটরিং কর্মকর্তা মাহ্বুবুল আলম প্রমূখ।

পাবনা জেলার কৃষি কার্যক্রম পরিদর্শনে সার্বিকভাবে সহায়তা করেন পাবনা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ বিভূতি ভূষন সরকার এবং অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ সরকার শফিউদ্দিন আহমেদ।