Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ডিসেম্বর ২০১৭

সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট আইএফএমসি কৃষক মাঠ স্কুলের সমাপনী অনুষ্ঠান


প্রকাশন তারিখ : 2017-12-03

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জয়পুরহাট সদর, জয়পুরহাটের আয়োজনে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের হালট্ট্রি ব্লকের হাতিগাড়া গ্রামে ‘সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি)-কৃষি উৎপাদন ও কর্মসংস্থান কর্মসূচী (এজিইপি) প্রকল্পের আওতায় হাতিগাড়া আইএফএম কৃষক মাঠ স্কুলের ৪৭ সেশন শেষে সমাপনী অনুষ্ঠান এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়। পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোরসেদ আলমের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে আইএফএম কৃষক মাঠ স্কুলের ৬টি বুথের তথ্যসমূহ ও কৌশলগত ও কারিগরী বিষয়ে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সেরাজুল ইসলাম সাজু এবং স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত কৃষি অফিসার-ফাহমিদা নাহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ও বক্তব্য প্রদান করেন-উপজেলা নির্বাহী অফিসার-মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন-সিনিয়র উপজেলা মৎস্য অফিসার-মো. শাহনেওয়াজ সিরাজী, উপজেলা সমাজসেবা অফিসার-মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে অতিথিগণ তাদের বক্তৃতায় জানান যে, আইএফএমসি কৃষক মাঠ স্কুলের মাধ্যমে কৃষক ও কৃষাণীগণ নিরাপদ বিষমুক্ত ফল, ধান ফসল, শাকসব্জী উৎপাদন, উন্নত পদ্ধতিতে গরু, ছাগল, মুরগী পালন ও মাছ চাষ করতে পারবেন এবং কৃষক সংগঠন তৈরীর মাধ্যমে একত্রিতভাবে ফসল উৎপাদন, সংগ্রহ, বিপনণে আয়বর্ধণমূলক সুবিধা পাবেন। এছাড়াও তারা পরিবারের চাহিদা মাফিক পুষ্টি উপাদান উৎপাদন নিশ্চিত করতে পারবে এবং ৫০% উন্নয়ন সহায়তায় আধুনিক কৃষি যন্ত্রপাতি (রাইস ট্রান্সপ্লান্টার,রিপার, কম্বাইন হারভেস্টার, সিডার) যন্ত্রসমূহ ক্রয়ের সুবিধা পাবেন। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক/প্রতিনিধিগণ, সহঃ কৃষি সম্প্রসারণ অফিসার আঃ গণি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার-অমল চন্দ্র মন্ডল সহ পুরানাপৈল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তিন (০৩)জন উপসহকারী কৃষি কর্মকর্তাগণ ও ২৫০ জন কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।