Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ এপ্রিল ২০১৭

কুমিল্লাতে বাংলাদেশ এগ্রিকালচারাল এক্সটেনশন নেটওয়ার্ক (BAEN) এর আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2017-04-03

কুমিল্লাতে “Consultation and Planning Workshop” শীর্ষক ২ দিন ব্যাপী কর্মশালা ১-২ এপ্রিল ২০১৭ তারিখে, কোর্টবাড়িতে  অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন, সভাপত্বি করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ইফাদ বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম অফিসার শিরিনা তাবাসসুম। কর্মশালায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কৃষি কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ছাড়াও বিভিন্ন সায়ত্তশাসিত আধা সরকারি ও বেসরকারি কৃষি সেবা প্রদানকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কারিগরি সেশনে পাওয়ার পয়েন্ট স্লাইড উপস্থাপন করেন গ্লোবাল ফোরাম ফর রুরাল এডভাইজরি সার্ভিস, ইন্ডিয়া (GFRS) এর পরিচালক রশিদ সুলাইমান এবং ফিলিপাইনের SEARCA প্রকল্পের কো অর্ডিনেটর এডু কোবলাতিন। কর্মশালায় সংস্থাটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বায়েন এর কর্মকান্ডের প্রশংসা করেন পাশাপাশি দেশের ক্ষুদ্র ও প্রান্তীক চাষীদের আর্থ সামাজিক উন্নয়নে সংস্থাটি তার কর্যক্রম অব্যহত রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। সভাপতি তার বক্তব্যে আগত বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণকে কর্মশালায় অংশগ্রহণে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কর্মশালা পরিচালনা করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি কৃষিবিদ প্রফেসর ড. মো. সেকান্দার আলী। সমাপনী দিনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সনদপত্র প্রদান করা হয়।