Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মে ২০১৭

রাজশাহীতে উন্নত মানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2017-05-21

২০ এপ্রিল ২০১৭ খ্রিঃ তারিখে চাষী পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (২য় পর্যায়), কৃষি সম্প্রসারণ দপ্তর, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা-এর আয়োজনে রাজশাহী কৃষি অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এনসিডিপি হলরুমে দিন ব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয় ।

দিন ব্যাপী কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল হান্নান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাষী পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (২য় পর্যায়) -এর প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আলহাজ উদ্দিন আহম্মেদ। আর কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের সম্মানিত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ জয়নাল আবেদিন।

প্রধান অতিথি বলেন, বীজ হতে হবে মান সম্মত। কারন অধিক ফলনের মূল শর্ত হলো ভাল নিরোগ বীজ। তাই সকল কৃষককে নিজের বীজ নিজে উৎপাদন, সংরক্ষণ ও অন্যান্য কৃষকদের মাঝে বিতরণে সচেষ্ট হতে হবে। তিনি বীজ শিল্প উন্নয়নে পুরুষের পাশাপাশি মহিলাদের অংশগ্রহণের ওপর জোর প্রদান করেন।

প্রধান বক্তা বলেন, বর্তমানে বাংলাদেশে ডাল ও তৈল বীজ চাষে কৃষক লাভজনক ফসল হিসাবে এর আবাদ সম্প্রসারণ করছে। চাষি পর্যায়ে উন্নতমানের  ডাল, তেল ও পেয়াজ বীজ  উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পটি যুগোপযোগী। খাদ্য  নিরাপত্তা, পুষ্টি ও উৎপাদন বৃদ্ধির জন্য কর্মসূচীর গুরুত্ব অপরিসীম। তিনি সকল কর্মকর্তাদের এই সকল ফসল প্রচলিত শস্য বিন্যাসের সাথে যোগ করার জন্য উদাত্ত্ব আহ্বান জানান।

কর্মশালায় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কৃষক সহ প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন।