Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ এপ্রিল ২০১৭

রাজশাহী পবায় বিদেশে আম রপ্তাণীর লক্ষে চুক্তিবদ্ধ আম চাষীদের প্রশিক্ষণ


প্রকাশন তারিখ : 2017-04-05

রাজশাহী পবা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদেশে আম রপ্তানীর লক্ষে চুক্তিবদ্ধ আম চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চলের ১০০ জন চুক্তিবদ্ধ আমচাষি অংশ গ্রহণ করেন।


রাজশাহী বিএমডিএ’র চেয়ারম্যান ও সাবেক এমপি ড.আকরাম হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ফলের রাজা রাজশাহীর সুমিষ্ট সুস্বাদু আম শুধু রাজশাহী বা দেশেই খ্যাত নহে। এ অঞ্চল খ্যাত আম এখন দেশের বাহিরে রপ্তানী হচ্ছে এবং বৈদেশিক অর্থার্জনে আম চাষিরা বেশ লাভবান হচ্ছেন। কাজেই বিদেশে আম রপ্তানী করতে হলে নিখুঁত রোগ-পোকামুক্ত দাগহীন রঙ্গিন ও গ্রেডিং করে ভাল মানের আম পাঠাতে হবে। তাই এখন থেকে আম বাগান ও আম ফলের সঠিক যত্ম-পরিচর্যা নিতে হবে। এ বিষয়ে কৃষি বিশেষজ্ঞ বা ফল বিজ্ঞানীদের পরামর্শ নিতে উপস্থিত যুক্তিবদ্ধ ফলচাষিদের এগিয়ে আসার উদাত্ব আহ্বান জানান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষি বিভাগের উপপরিচালক কৃষিবিদ দেব দুলাল ঢালী ও পবা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. খায়রুন্নেছা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একে এম মুনজুরে মাওলা। তিনি বিদেশে আম রপ্তানীর জন্য আম চাষিদের বিভিন্ন কলা-কৌশল ও প্রযুক্তি সম্পর্কে  সম্যক ধারনা দেন।