Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মে ২০১৭

রাজশাহীর পবায় কৃষক স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2017-05-07

রাজশাহীর পবা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস হুজরীপাড়া ইউনিয়নের সরিষাকুটি  গ্রামে অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা বাস্তবায়ন এবং আইসিটি উইং এর সম্মানিত পরিচালক কৃষিবিদ মো. বছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক কৃষিবিদ দেব দুলাল ঢালী এবং কৃষিবিদ মো. হাবিবুল হক, আঞ্চলিক কো-অর্ডিনেটর, সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট, রাজশাহী অঞ্চল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২৫টি পরিবারের মোট ৫০জন কৃষক-কিষানী ৫ মাস ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষকগণ ৫০ জন কৃষক-কিষানীকে মাছ চাষ, ছাগল পালন, হাঁস মুরগি পালন, ধান উৎপাদনের বিভিন্ন কলা কৌশল ও বালাই ব্যবস্থাপনা হাতে কলমে শিখিয়ে দেন। এখানে তাদের শিক্ষনীয় জ্ঞান সূমহ বুথ গুলিতে দেওয়া হয়েছে। আশাকরি কৃষক-কিষানীগণ এই ধ্যান ধারনা বাস্তব জীবনে কাজে লাগিয়ে উপকৃত হবেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরলস কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন । যেহেতু কৃষকদের একই সাথে কৃষি, মৎস্য ও পশুপালন বিষয়ে প্রশিক্ষণ দেয়া তাই প্রকল্পটির কর্মকাণ্ড কৃষকের কাছে বেশি গ্রহণযোগ্য বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

মাঠ দিবস অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হর্টিকালচার সেন্টার এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা সহ আরোও প্রায় ৪০০ জন কৃষক-কিষানী  উপস্থিত ছিলেন ।