Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd এপ্রিল ২০১৭

সিলেট জেলায় কৃষি প্রযুক্তি মেলা ২০১৭ উদ্বোধন


প্রকাশন তারিখ : 2017-03-30

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের উদ্যোগে সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২৭ মার্চ ২০১৭ থেকে ৩০ মার্চ ২০১৭ পর্যন্ত সিলেট নগরীর রেজিস্ট্রারী মাঠে কৃষি প্রযুক্তি মেলা ২০১৭ এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী বিভাগীয় কমিশনারড. মোছাম্মৎ নাজমানারা খানুম, বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সিলেট অঞ্চলে প্রচুর পরিমানে পতিত জমি থাকে যার ফলে শস্যের নিবিড়তা কম। কৃষক নিজেরাই একেকজন কৃষি বিজ্ঞানী, তাদের নিজস্ব জ্ঞান, দক্ষতা এবং আধুনিক কৃষি প্রযুক্তিসমূহ কাজে লাগিয়ে সিলেট অঞ্চলের পতিত জমিকে চাষের আওতায় আনতে হবে। শস্যের নিবিড়তা বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষির সাথে সম্পৃক্ত সকলকে নিরলসভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন।

বিশেষ অতিথির আসন অলংকৃত করেন জনাব মো. সুলতান আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা, সিলেট জনাব মো. ওহিদুজ্জামান, প্রকল্প পরিচালক, সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প, খামারবাড়ি, ঢাকা; জনাব শেখ মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, সিলেট; জনাব ড. মামুন-উর-রশিদ, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট; জনাব মো. আবুল হাসেম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট।

শুভেছা বক্তব্য প্রদান করেন, কৃষিবিদ মো. আবুল হাসেম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট।প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন, কৃষিবিদ মো. ওহিদুজ্জামান, প্রকল্প পরিচালক, সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প, খামারবাড়ি, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. রাহাত আনোয়ার, জেলা প্রশাসক, সিলেট। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ মোহাইমিনুর রশিদ, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, সিলেট এবং কৃষিবিদ কাজী সাফিয়া ফেরদৌসী, কৃষি সম্প্রসারণ অফিসার, মেট্রোপলিটন কৃষি অফিস, সিলেট।

মেলায় সরকারি বেসরকারি, কৃষি উদ্যোক্তাদের স্বত:স্ফূর্ত অংশগ্রহনে প্রায় ২৭ টি স্টল স্থাপন করা হয়েছে। স্টলগুলো হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট ইনোভেশন কর্ণার; মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সিলেট এর সরেজমিন বিভাগ; সাইট্রাস গবেষণা সেন্টার, জৈন্তাপুর; বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সিলেট; জেলা মৎস্য অধিদপ্তর, সিলেট; জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, সিলেট; বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন, সিলেট; হর্টিকালচার সেন্টার, সিলেট; সবুজ বন নার্সারী, আলীম ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড, সুগন্ধা নার্সারী, এসিআই মটরস লিমিটিড, সিলেট নার্সারী, লিমন নার্সারী, সিনজেনটা লিমিটেড, অটোক্রপস কেয়ার লিমিটেড, লালতীর বীজ কোম্পানী লিমিটেড, মেসার্স আবুল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড, চাষী ফুড প্রডাক্টস লিমিটেড, সূচনা: বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস, আমার পৃথিবী, বাউন্টি ফুড এন্ড বেভারেজ লিমিটেড, কৃষি বিপণন অধিদপ্তর এবং কৃষি তথ্য সার্ভিস। উক্ত স্টলগুলোতে কৃষি তথ্য ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি, সেবার ধারণা দেয়া হয়।