খামারবাড়িস্থ কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে বৈশাখ-আষাঢ় ১৪২৪ এর ত্রৈমাসিক প্রান্তিক সভা অনুষ্ঠিত হয়। কৃষিবিদ মিজানুর রহমান, পরিচালক, কৃষি তথ্য সার্ভিসের সভাপতিত্বে সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) জনাব মো. মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. মনজুরুল হান্নান এবং বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের পরিচালক শাহনাজ বেগম।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. মোশারফ হোসেন গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, কৃষির আধুনিক তথ্য ও প্রযুক্তি গণমাধ্যমের সহায়তায় কৃষকের দোড়গোড়ায় সহজলভ্য করে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি বর্তমান সরকারের কৃষি উন্নয়নে গৃহীত পদক্ষেপ এবং সাফল্যগুলো তুলে ধরে সেগুলোকে টেকসই রূপ দিতে আরো সচেষ্ট থাকার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষক-কৃষিজীবীদের পাশে থেকে কৃষির উন্নয়নে নিয়োজিত রয়েছে। বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের পরিচালক বলেন তৃণমুল পর্যায়ে এখনো বেতারের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি বেতারের কৃষি বিষয়ক অনুষ্ঠানে কৃষি বিশেষজ্ঞদের আরো বেশি করে অংশগ্রহণের অনুরোধ জানান। সভাপতির বক্তব্যে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান কৃষি তথ্য বিস্তারের এআইএসের বিভিন্ন উদ্যোগ ও সাফল্য তুলে ধরেন। তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতার মাধ্যমে আরো কার্যকরভাবে তথ্য বিস্তারের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য দেশের ৮টি মন্ত্রণালয়ের অধীন প্রায় ৪০টি সরকারি সংস্থার প্রতিনিধি এবং বেসরকারি কৃষি সংশ্লিষ্ট সংস্থা/প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ মোট প্রায় ৫০ জন কর্মকর্তাদের সমন্বয়ে ত্রৈমাসিক প্রান্তিক সভাটি অনুষ্ঠিত হয়ে থাকে। কৃষি তথ্য সার্ভিসের নেতৃত্বে ত্রৈমাসিকভিত্তিতে আয়োজিত এ সভায় বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনে আগামী তিনমাসের জন্য প্রচারিতব্য উপযোগী কৃষি তথ্য ও প্রযুক্তি কৌশল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়।