Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মে ২০১৬

নওগাঁ জেলার বদলগাছীতে আউশ প্রনোদনা উদ্বোধন


প্রকাশন তারিখ : 2016-04-26

নওগাঁর বদলগাছী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০১৫-১৬ মৌসুমে আউশ প্রনোদনার সহায়তার উদ্ভোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মো: হুসাইন শওকতের সভাপত্বিতে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোস্তফা অলি আহমেদ রুমি চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতেই  স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: হাসান আলী। তিনি বলেন উফসী আউশ ধান চাষে প্রত্যেক কৃষককে ১ বিঘার জন্য ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, সেচ ও আগাছা দমন বাবদ ৪০০ টাকা এবং নেরিকা ধান চাষের জন্য ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া , ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, সেচ বাবদ ৪০০ টাকা ও আগাছা দমন বাবদ ৪০০ টাকা প্রদান করা হয়। তিনি আরো জানান, এবছর উপজেলার ৮ টি ইউনিয়নে উফসী আউশ চাষে ২৩০ জন এবং নেরিকা চাষে ৪০ জন মোট ২৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক আউশ প্রনোদনা পাচ্ছে। সেই সাথে তিনি আশাবদী এই সকল সরকারী প্রনোদনা সহায়তা কাজে লাগিয়ে আউশ ধানের আবাদ বৃদ্ধিতে এলাকার কৃষকেরা এক অগ্রনী ভুমিকা রাখবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শস্য ভান্ডার বলে খ্যাত নওগাঁ জেলার মধ্যে বদলগাছী অন্যতম। এই উপজেলা ধান ও সবজি প্রধান এলাকা। এখানে বোরো ধান ও সবজি সংগ্রহের পর আমন ধান রোপন পর্যন্ত যে সময়টুকু জমি পতিত থাকে সে সময়ের মধ্যে আউশ আবাদ সম্পন্ন করা সম্ভব। তাই বর্তমান কৃষি বান্ধব সরকার আউশ ধানের আবাদ বৃদ্ধির জন্য প্রনোদনা সহায়তা প্রদানের ব্যবস্থা নিয়েছে। এই প্রনোদনার সহায়তা কাজে লাগিয়ে আউশ ধান চাষ বৃদ্ধির আহবান জানান। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগণকে কৃষকদের সার্বিক সহযোগিতায় কৃষি উন্নয়নে এগিয়ে আসার উদাত্ব আহবান জানান।

সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, জনসংখ্যা বৃদ্ধির ফলে জমির পরিমান দিন দিন কমে যাচ্ছে ফলে বোরো ধানের পাশাপাশি আউশ ধানের চাষও বাড়াতে হবে। কারণ আউশ ধান চাষে প্রাকৃতিক দুর্যোগের আশংকা কম থাকে। তাই তিনি সকল কৃষকদের আউশ ধান চাষে প্রনোদনা সহায়তা কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধিতে এগিয়ে আসার অনুরোধ জানান।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ, প্রনোদনা সহায়তাগ্রহনকারী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকসহ প্রায় ৪৫০ জন উপস্থিত ছিলেন।