খামারবাড়ির আ. কা. মু গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়ামে ২৪ মে ২০১৬ তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন চাষী পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (২য় পর্যায়) প্রকল্পের বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন কৌশল শীর্ষক জাতীয় কর্মশালা ২০১৫-১৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. মোশারফ হোসেন বলেন, আমাদের খাদ্যাভাস পরিবর্তন করতে হবে। তাহলে চালের ওপর নির্ভরশীলতা কমে আসবে। উচ্চমূল্যের ফসল বিশেষ করে ডাল, তেল ও পেঁয়াজ জাতীয় ফসল প্রচুর পরিমানে বিদেশ থেকে আমদানি করে আনতে হয়। কৃষকদেরকে প্রযুক্তিগত সহায়তা দিতে পারলে ও সচেতন করে গড়ে তুলতে পারলে ডাল, তেল ও পেঁয়াজ জাতীয় উচ্চমূল্যের ফসলের আবাদ অনেকখানি বৃদ্ধি করা সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান (পরিকল্পনা) মো. মনজুরুল আনোয়ার; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর পরিচালক প্রতীপ কুমার মন্ডল; বীজ প্রত্যয়ন এজেন্সীর পরিচালক মো. সিরাজুল ইসলাম; কৃষি মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক এম এনামুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন, চাষী পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (২য় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম। কর্মশালায় উপস্থিত চাষীদের মধ্যে ডাল চাষে বিশেষ সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন ঈশ্বরদীর মো. আবু তাহের ওরফে ডাল তাহের। উল্লেখ্য প্রকল্পের মেয়াদ জুলাই ২০১৩ হতে জুন ২০১৮ পর্যন্ত। ৩টি পার্বত্য জেলা ব্যতীত ৬১টি জেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের অন্যান্য কার্যক্রমের মধ্যে ৬৬০৯০টি বীজ উৎপাদন কর্মসূচি, ৮০৬৪টি মাঠ দিবস, ৬৪টি কর্মশালা, ৬৬০৯০টি বীজ সংরক্ষণের পাত্র বিতরণ, ১৮০০জন কর্মকর্তা প্রশিক্ষণ, ৬৮১০০জন কৃষক প্রশিক্ষণ ও ৬২৪০জন উপসহকারি কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ রয়েছে। প্রকল্পের আওতায় ৮টি ফসল মুসুর, মাসকালাই, খেসারি, মুগ, ফেলন, সরিষা, তিল ও পেঁয়াজের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম রয়েছে। কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন উইং এর পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালকবৃন্দ; ১৩টি অঞ্চলের অতিরিক্ত পরিচালক, ৬১টি জেলার উপপরিচালক, ৪১টি জেলার জেলা বীজ প্রত্যয়ন অফিসারবৃন্দ এবং ৭জন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসারসহ ডাল ও তেল গবেষনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ, বিএডিসি, মধু উৎপাদনকারী, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকারী কোম্পানীর প্রতিনিধি, ৮টি ফসলের ৮জন বিশেষজ্ঞ চাষী অংশগ্রহন করেন।