পোকা দমনে আলোক ফাঁদ একটি পরিবেশবান্ধব পদ্ধতি। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় এই পদ্ধতিতে গত বোরো মৌসুমে বোরো ধানের জমিতে উপকারি এবং অপকারি পোকার উপস্থিতি দেখে ব্যাপক ভাবে পোকা দমন করা হয়েছিল। এ কার্যক্রম অব্যহত থাকায় ধানের অন্যতম ক্ষতিকারক পোকা বাদামি গাছ ফড়িং এর উপস্থিতি ও সহজ পদ্ধতিতে দ্রুত দমনে কৃষকদের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। আলোর ফাঁদ ব্যবহার করে কম খরচে অনেক বেশী ক্ষতিকারক পোকা সহজে দমন করা যায়।
এই রকম একটি কর্মসূচী গত ৬ সেপ্টেম্বর/২০১৬ রাজশাহীর গোদাগাড়ীর ঈশ্বরীপুর ব্লকের নবাই বটতলা গ্রামে অনুষ্ঠিত হয়। এ সম্পর্কে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিকুর রহমান জানান, আলোক ফাঁদ ব্যবহারে পরিবেশ ভাল থাকে, উৎপাদন খরচ কম হয়, কীটনাশক কম লাগে এবং বিপিএইচের উপস্থিতি সহজে বোঝা যায়। কারন হিসেবে তিনি বলেন, আলো দেখলে বাদামী গাছ ফড়িং বা বিপিএইচ পোকা ছুটে এসে এক জায়গায় মিলিত হয়, ফলে সহজে এ পোকা ধ্বংস করা যায়।
ঈশ্বরীপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব অতনু সরকার জানান, এই পদ্ধতি এলাকার কৃষকগণ ব্যপকভাবে গ্রহণ করছে এবং ভাল উপকার পাচ্ছে। এতে করে এলাকার কৃষকগণ উপকারি ও অপকারি পোকা সহজে চিনতে পারছে। তিনি আরো বলেন, এলাকার কৃষকেরা যে কোন পোকা দেখলেই কিটনাশক দিতে হবে এই ধারনা যে ভুল তা সহজেই বুঝতে পারছে।