জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ চাষীদের মাঝে গত ২৯/০৮/২০১৭ খ্রি. বিনা মূল্যে নাবী জাতের রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে ঐ দিন সকাল ১১.০০টায় মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিবেবে উপস্থিত ছিলেন আশ্রাব উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব এবং মহাপরিচালক (বীজ), কৃষি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ এ কে এম হাবিবুর রহমান (চাঁন), চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মেলান্দহ; আবু হানিফ, উপপরিচালক (ভারপ্রাপ্ত), ডিএই, জামালপুর; জন কেনেডি জামবির, উপজেলা নির্বাহী অফিসার, মেলান্দহ প্রমুখ। জামালপুর এর জেলা প্রশাসক আহমেদ কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মো. মাহফুজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, মেলান্দহ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শ্রমিক লীগ মেলান্দহ এর সভাপতি কিসমত পাশা; সভাপতি, কৃষক লীগ, মেলান্দহ সহ কৃষক প্রতিনিধিগণ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ সরকার কৃষি বান্ধব সরকার। বন্যায় ক্ষতিগ্রস্থ চাষিরা যাতে ক্ষতিগ্রস্থ জমিগুলো পতিত না রেখে সময়োপযোগী ফসল আবাদ করে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে সেজন্য সরকার সার্বিক সহযোগিতা করবেন বলে তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্থ চাষীদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের চারা ও বীজ বিতরণ করা হয়।