Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ডিসেম্বর ২০১৬

গাইবান্ধা ফুলছড়িতে মত বিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-12-12

গাইবান্ধা ফুলছড়ি উপজেলার চন্দিয়া কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের উদ্যোগে গত ১১ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যায় আধুনিক কৃষি তথ্য প্রযুক্তি ও ভোক্তা অধিকার সংরক্ষণের ওপর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগের উপপরিচালক (উপসচিব) খন্দকার মো. নুরুল আমীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপাধ্যক্ষ কে এম মাউদুদুল ইসলাম, আঞ্চলিক বেতার কৃষি অফিসার মো. আবু সায়েম এবং সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধা জেলার উপপরিচালক আ কা ম রুহুল আমিন। প্রধান অতিথি ভোক্তার অধিকার সম্পর্কে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। পণ্য বা সেবা ক্রয়ে কোন প্রকার প্রতারণার সম্মুখিন হলে প্রতিকারের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন। মত বিনিময় শেষে কৃষি বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া অতিথিবর্গ এআইসিসি’র কার্যক্রম পরিদর্শন করেন। ক্লাব কর্তৃক প্রতিষ্ঠিত লাইব্রেরি ও সদস্যদের সকলের ব্লাড গ্রুপিং করায় অতিথিবর্গ তাদের সাধুবাদ জানান।