Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০২১

ধামরাইয়ে আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষকরা


প্রকাশন তারিখ : 2021-09-19

অবিরাম ধারায় চলছে ভাদ্র মাসের বৃষ্টি, আর সেই বৃষ্টির পানি কাজে লাগিয়ে অল্প খরচে কৃষকরা জমিতে আমন ধানের চারা রোপণ করায় ব্যস্ত হয়ে পড়েছেন, বন্যার পানিতে কোন ক্ষতি না হলে ইরি-বোরো ধানের মতো আমন ধানের চাষেও ব্যাপক উৎপাদন হবে বলে মনে করছেন স্থানীয়রা।

আমন ধানের চারা রোপণে ব্যস্ততার এমন দৃশ্য চোখে পড়ে ধামরাইয়ের বিভিন্ন এলাকায়,প্রায় প্রতিটি প্রামেই মানুষ এই ধান চাষে ব্যস্ত সময় পার করছেন,এবার উপজেলায় ইরি- বোরো ধানের বাম্পার ফলনের পর বিপুল উৎসাহ নিয়ে এখন আমন ধানের চারা রোপণে ব্যস্ত উপজেলার চাষিরা।
ধামরাই উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুল হাসান বলেন, ধামরাইয়ের মাটি ধান চাষের জন্য উপর্যুক্ত ইরি- বোরো মৌসুমে ধান উৎপাদিত হয়েছে 77065 টন। এ বছর বড় কোন প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ধানের বেশ ভালো ফলন হয়েছে। রোপা আমন ধান চাষে কৃষকদের আগ্রহ তুলনামূলক বেশী। এ বচর আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 68751 টন। নিরাপদ কৃষিবান্ধব কর্মকৌশলের মাধ্যমে আমনের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে আশা করা যায়।

সংবাদ সংগ্রহ
কামরুন্নাহার কাঁকন, টিপি
কৃষি তথ্য সার্ভিস, ঢাকা অঞ্চল।