বরগুনা সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান এ্যাড. ধীরেন্দ্র নাথ শম্ভু এমপি.। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, এক সময় এদেশে সনাতন পদ্ধতির চাষাবাদ ছিল। বিশ্বায়নের যুগে কৃষি এখন যান্ত্রিকীকরণে সম্প্রসারিত হচ্ছে। এরই অংশ হিসেবে জনবান্ধব সরকার চাষিদের হাতে আধুনিক যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে। আসলে এ চিত্র শুধু বরগুনায় নয়, সারা দেশে। ইতোমধ্যে আমরা নিম্ন-মধ্য আয়ের রাষ্ট্রে পরিণত হয়েছি। এ সাফল্যের অন্যতম অংশীদার কৃষি এবং কৃষক। তিনি আক্ষেপ করে বলেন, আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, তাহলে আমরা হয়তো সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়াকেও ছাড়িয়ে যেতাম। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ইচ্ছের মাধ্যমে ভাগ্যের চাকা পরিবর্তন হতে পারে। এতে নিজেরা সম্পদশালী হবেন, দেশ হবে সমৃদ্ধ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আ. আজিজ ফরাজি এবং উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই’র উপ পরিচালক সাইনুর আজম খান, সেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি একেএম আ. রশিদ, প্রকল্পের ক্রপ প্রোটেকশন স্পেশালিস্ট গোলাম মোস্তফা খান রায়হান, উপজেলা কৃষি অফিসার মো. তৌহিদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগ প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৩০ সদস্য বিশিষ্ট প্রত্যেক কৃষক গ্র“পের মধ্যে ১টি করে মোট ৬ টি পাওয়ার টিলার বিতরণ করেন। উল্লেখ্য, বাংলাদেশ দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্পের আওতাধীন দলভিত্তিক চাষিদেরকে শতকরা ৭০ভাগ ভর্তূকির মাধ্যমে এ যন্ত্রপাতি দেয়া হয়।