আজ ১৪ আগস্ট ২০১৬ তারিখ দুপুর ২.০০ ঘটিকায় কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকার কনফারেন্স রুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষি তথ্য সার্ভিস কর্তৃক আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব মো. মঞ্জুরুল হান্নান, পরিচালক, প্রশাসন ও অর্থ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ জনাব মো. নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি, বিসিএস (কৃষি) এসোসিয়েশন ও প্রকল্প পরিচালক, চাষি পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প, ডিএই এবং জনাব মো. হানিফ উদ্দীন, উপসচিব, আইন অধিশাখা, কৃষি মন্ত্রণালয়।
কৃষিবিদ মিজানুর রহমান, পরিচালক, কৃষি তথ্য সার্ভিসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিসের প্রধান তথ্য অফিসার কৃষিবিদ মোহম্মদ আনোয়ার হোসেন।
আলোচনা সভায় বক্তারা বাঙালী জাতির স্বাধীনতা সংগ্রাম, বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনসহ তাঁর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আলোচনা করেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদত বরণকারী সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করা হয়। অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিসের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারিরা উপস্থিত ছিলেন।