Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ নভেম্বর ২০১৫

কুমিল্লায় অঘ্রাণ মাসে সোনালী ফসলের বাম্পার ফলন


প্রকাশন তারিখ : 2015-11-22

সোনার বাংলা সোনার দেশ সোনালী ফসলে ভরবো দেশ। এ উদ্দিপনা নিয়ে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তেতৈয়ারা ও বারপাড়া ব্লকে গত ২০/১১/১৫ তারিখে কৃষক হাজী মো. রফিকুল ইসলামের ৩৪ শতক জমিতে ব্রি-ধান ৪৯ জাতের ধানের পরীক্ষামূলক শস্য কর্তন করে ৭৪৮ কেজি ফলন পাওয়া যায় ও নবান্নের পিঠা উৎসব করা হয়। স্থানীয় কৃষকরা বলেন আমন মৌসুমে এটি বাম্পার ফলন। বাংলার চিরচেনা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং অধিক ফলনশীল আধুনিক জাতের ধান সম্পর্কে সকল শ্রেণীর কৃষককে অবহিত করা এ অনুষ্ঠানের উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, কৃষিবিদ মো. আসাদুল্লাহ। প্রধান অতিথি বলেন-কৃষি বান্ধব সরকারের সময়োপযোগী পরিকল্পনায় কৃষি বিভাগ আজ সফলতা অর্জন করেছে। দেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ। বর্তমান সরকার নিজেদের খাদ্য চাহিদা মিটিয়ে বিদেশে খাদ্য রপ্তানী করছে। এ অর্জনকে সমুন্নত রাখার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ড. সাহিনুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক, ডিএই, কুমিল্লা, কৃষিবিদ মো. লুৎফুল করিম অতিরিক্ত উপ-পরিচালক, শস্য, ডিএই, কুমিল্লা, আদর্শ সদরের উপজেলা নির্বাহী অফিসার, লুৎফুন নাহার, বুড়িচং উপজেলার কৃষি অফিসার কাজী ফারুক আহমেদ, আদর্শ সদর উপজেলার কৃষি অফিসার শাহানাজ রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার শাহানাজ বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন-জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন-তেতৈয়ারা, বারপাড়া ব্লকে দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সেকান্দর আলী, মো. ছালেকুর রহমান শাশীম, মো. মুশফিকুর রহমান, মো. মহসিন এবং অত্র এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।