স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে কৃষককে রোগ-বালাই, আবহাওয়া পরিস্থিতি এবং শস্যের বেড়ে ওঠার প্রক্রিয়াতে করণীয় বিষয়ে সঠিক তথ্য দেওয়া গেলে কৃষকের আয় ২০ শতাংশ বাড়বে। পাশাপাশি কৃষকের উৎপাদনশীলতা বাড়বে ১৫ শতাংশ এবং শস্য ক্ষতির কমাবে ৩৫ শতাংশ। ইনটেলিজেন্ট ডিসিশন সাপোর্ট সিস্টেম (আইডিএসএস) শীর্ষক প্রকল্পের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেশের ১২ জেলার প্রায় ৯লাখ ৭০হাজার কৃষককে পাচটি বিষয়ের ওপর কার্যকর তথ্য সেবা দেওয়া হবে। আইডিএসএস শীর্ষক এ প্রকল্পটি বাস্তবায়ন করবে এসএনভি, এসিআইলিমিটেড ও ডিএইও নেদারল্যান্ড স্পেস অফিস। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আইডিএসএস প্রকল্পের টিম লিডার জনাব শামীম মুরাদ।
রাজধানীর ফার্মগেটস্থ বিএআরসি মিলনায়তনে ২৭ জুলাই ২০১৭ তারিখে আয়োজিত “এমপাওয়ারিং ফার্মারস থ্রো এডভান্সড ইনফরমেশন” শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), এসিআই লিমিটেড ও এসএনভি নেদারল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসএনভি) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে ড. এফ এইচ আনসারী, এমডি ও সিইও, এসিআই এগ্রো বিজনেস লি. এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. গোলাম মারুফ।