Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ এপ্রিল ২০১৭

বারটানের পুষ্টি বিষয়ক প্রশিক্ষক-প্রশিক্ষণ সমাপ্ত


প্রকাশন তারিখ : 2017-04-13

রাজধানীর মানিক মিয়া এভিনিউ-এর সেচ ভবনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ৫দিনব্যাপি পুষ্টি বিষয়ক প্রশিক্ষক-প্রশিক্ষণ কর্মসূচীর সমাপ্ত হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) ও বারটানের নির্বাহী পরিচালক মো. মোশারফ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) মোহাম্মদ নজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. মনজুরুল হান্নান।
বারটানের সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে। ০৮-১২ এপ্রিল ২০১৭ পর্যন্ত ৫দিনব্যাপি এ প্রশিক্ষণে কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার বিভিন্ন পর্যায়ের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহন করেন।
এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে জনগনের পুষ্টিস্তর উন্নয়ন  সাধনকল্পে জনসচেতনতা বৃদ্ধি করা। প্রশিক্ষণার্থীগণ পুষ্টি বিষয়ে লব্দ জ্ঞান তাদের নিজ নিজ দপ্তরের আওতাধীন বাস্তবায়িতব্য বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অন্তভর্’ক্ত করবেন এবং প্রশিক্ষণার্থীদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিস্তার ঘটাবেন। এতে করে সাধারণ জনগণের মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধি পাবে এবং সুষম খাদ্য গ্রহনের মাধ্যমে সমৃদ্ধশালী, সুস্থ, ও উন্নত জাতি গঠনে অবদান রাখতে সক্ষম হবে।