বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উদ্যোগে ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে ৩ আগষ্ট ২০১৬ তারিখ কাউন্সিলের সভাকক্ষে এ কৃষি গবেষণায় তথ্য ব্যবস্থাপনা (Agricultural Research Management Information System- ARMIS) শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আযাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব, জনাব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। কর্মশালায় কৃষি সচিব বলেন, নতুন নতুন গবেষণা ছাড়া কৃষি এগুতে পারবে না। জলবায়ুর পরিবর্তনের কারণে কোন অঞ্চলের কৃষি কোন দিকে যাবে, এসব বিষয় নিয়ে গবেষণা করতে হবে। তা না হলে ভবিষ্যৎ কৃষি হুমকির মধ্যে পড়বে। তিনি উল্লেখ বলেন, ফসল নির্বাচন, শস্যের নিবিড়তা বৃদ্ধি, নতুন জাত উদ্ভাবন, সেচ সুবিধা, কৃষকদের প্রশিক্ষত করে গড়ে তোলার বিষয়ে কৃষি বিজ্ঞানী ও সম্প্রসারণ কর্মীদের অনেক অবদান রয়েছে।
ফসল উৎপাদনে যেকোন ধরনের নেতিবাচক প্রভাব মোকাবেলার জন্য আরো উন্নত ও টেকসই প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষকদের আহবান জানান।
কর্মশালায় প্রকল্পের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এবং কৃষি গবেষণা ও উন্নয়নের বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন বিএআরসি’র আরমিস প্রকল্পের প্রিন্সিপাল ইনভেষ্টিগেটর হাসান মো. হামিদুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিএরআরসি’র কম্পিউটার ও জিআইএস ইউনিট-এর পরিচালক মো. আবিদ হেসেন চৌধুরী। উল্লেখ্য ১৯৭১-২০১৫ পর্যন্ত নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণালব্দ ফলাফল তথ্য ব্যবস্থাপনায় স্থান হয়েছে। এ পর্যন্ত ২৬৫০০ টি তথ্য এতে স্থান পেয়েছে।
আয়োজিত এ কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. রফিকুল ইসলাম মন্ডল, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ভাগ্য রাণী বণিক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো: কামাল উদ্দিন, কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ, বিএআরসি’র সাবেক নির্বাহী চেয়ারম্যানগণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণসহ বিভিন্ন প্রতিষ্টানের ১০০ জন কর্মকর্তা ও বিজ্ঞানীবৃন্দ অংশগ্রহন করেন।