Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ অক্টোবর ২০১৬

বরিশালে আইএপিপির আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-10-20

ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রজেক্ট (আইএপিপি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের 

অতিরিক্ত সচিব মো. সিরাজুল হায়দার, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) আব্দুল কাদেরসহ উপস্থিত  অন্যান্য অতিথিবৃন্দ

ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রজেক্ট (আইএপিপি) আয়োজিত ‘প্রকল্পের অর্জন এবং সম্ভাবনা’ শীর্ষক দিনব্যাপি এক আঞ্চলিক কর্মশালা আজ (১৯ অক্টোবর) বরিশাল নগরীর কাশিপুরস্থ ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব মো. সিরাজুল হায়দার এনডিসি। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, কৃষি সেক্টরের অবদান বিশ্বস্বীকৃত; তা সম্ভব হয়েছে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের সমন্বিত প্রচেষ্ঠার কারণে। তিনি আরও বলেন, আইএপিপি প্রকল্প এ অঞ্চলের চাষিদের ভাগ্য উন্নয়নের দুয়ার উন্মোচন করেছে। যদিও প্রকল্পের মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে। তবে এর সুফলগুলো যদি ধরে রাখা যায় তাহলে দক্ষিণাঞ্চলের কৃষি আরও সমৃদ্ধ হবে এবং কৃষকের জীবনমান হবে উন্নত। আইএপিপি, বরিশালের জেলা সমন্বয়কারী মো. রাশেদ হাসনাতের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. হেমায়েত উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. ওমর আলী শেখ, মৎস্য অধিদপ্তরের (ডিএফ) উপপরিচালক মোহা. বজলুর রশীদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) উপপরিচালক মানবেন্দ্র লাল সাহা, আঞ্চলিক প্রকল্প ব্যবস্থাপক ড. একেএম মিজানুর রহমান প্রমুখ । কর্মশালায় প্রকল্পের আওতাধীন  কৃষি, মৎস্য এবং প্রাণিসম্পদের গত ৫ বছরের কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়।  অনুষ্ঠানে সুবিধাভোগী চাষিসহ ডিএই, ডিএফ এবং ডিএলএস’র বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী ও  বরগুনার বিভিন্ন পর্যায়ের ১৫০ জন  কর্মকর্তা অংশগ্রহণ করেন।