চাষী পর্যায়ে উন্নত মানের ধান,গম ও পাট বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরন প্রকল্প (২য় পর্যায়),কৃষি সম্প্রসারণ দপ্তর, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা-এর আয়োজনে রাজশাহী এনসিডিপি হলরুমে রাজশাহী কৃষি অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে দিন ব্যাপী “প্রকল্প কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা শীর্ষক”- আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয় ।
দিন ব্যাপী কর্মশালা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাষী পর্যায়ে উন্নত মানের ধান,গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরন প্রকল্প (২য় পর্যায়) -এর প্রকল্প পরিচালক কৃষিবিদ জনাব ছারওয়ার জাহান। কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ ফজলুর রহমান ।
বক্তাগণ বলেন, ফসল উৎপাদনের বীজ হতে হবে মান সম্মত। তাই নিম্নমানের বীজ বর্জন করতে হবে। সুস্থ-সবল রোগমুক্ত ও উচ্চ ফলনশীল বীজ না হলে কোন ফসলের উৎপাদন ভার হবে না। নিজের বীজ নিজে উৎপাদন, সংরক্ষণ ও অন্যান্য কৃষকদের মাঝে বিতরণে সচেষ্ট হতে হবে। এছাড়া বীজ শিল্প উন্নয়নে মহিলাদের অংশগ্রহণের ওপর বক্তাগণ জোর প্রদান করেন।
অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিপ্তরের জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার জেলা বীজ প্রত্যয়ন অফিসার, বি এ ডি সি এর যুগ্ম পরিচালক (সার) কৃষিবিদ মোঃ আরিফ হোসেন খান, ধান গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ রফিকুল ইসলাম, গম গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইলিয়াস হোসেন এবং আঞ্চলিক কৃষি তথ্য অফিসার সহ মোট ৮০ জন কর্মকর্তা। কর্মশালায় প্রাণবন্ত উপস্থাপনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রহিমা খাতুন।