Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ফেব্রুয়ারি ২০১৭

ধানের উন্নত জাত ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের আহ্বান কৃষিমন্ত্রীর


প্রকাশন তারিখ : 2017-01-29


বন্যা, খরা, লবণাক্ততা ও জলাবদ্ধতাসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশ সহনশীল ধানের উন্নত জাত ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের জন্য কৃষি বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি।। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব নীতির কারনে দেশে ধান উৎপাদনে অভূপূর্ব সাফল্য লাভ করেছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ২৬ জানুয়ারি ২০১৭ তারিখে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে পাঁচ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, আমরা চাল রপ্তানি করতে সক্ষম হয়েছি। আমাদের ধান উৎপাদনে সফলতার ধারাকে আরো গতিশীল করতে হবে।
কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর চেয়ারম্যার মো. নসিরুজ্জামান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ জালাল উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. মনজুরুল হান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রির মহাপরিচালক ড. ভাগ্য রানী বণিক। কর্মশালায় গবেষণা অগ্রগতি ২০১৫-১৬ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. আনছার আলী। ব্রি, বারি, বিএআরসি, ডিএই,ইরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।