Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০২১

বজ্রপাত নিরোধকে ধামরাইয়ে ৫হাজার তালের বীজ ও চারা রোপন


প্রকাশন তারিখ : 2021-09-19

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ধামরাই উপজেলা কৃষি অফিসার এর উদ্যোগে 30শে আগস্ট সোমবার ৫ হাজার তালের বীজ ও চারা রোপন করা হয়। তালের বীজ ও চারা রোপন করা হয় ধামরাই শরিফবাগ ও ভাড়ারিয়া হাটখোলা ১০ কিলোমিটার রাস্তার দুপাশে। উপজেলা কৃষি অপিসার মো: আরিফুল হাসান জানান ধামরাইসহ সমগ্র দেশে বজ্রপাতে কৃষকদের জন্য েএকটি ভায়বহ বিপর্যয়ৈর কারণ হয়ে দাড়িয়েছে। তাল গাছ বজ্রপাত নিরোধক হওয়ায় এ কর্মসূচী সর্বস্তারের মানুষের জন্য সুফল বয়ে আনবে। এচাড়া রাস্তার দুপাশে সৌন্দর্যবর্ধনসহ পরিবেশের ভারসাম্য রক্ষা করতেও এটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, নিবার্হী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি,কৃষি কর্মকর্তা মো: আরিফুল হাসান, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মিজানুর রহমান ও ধামরাই সদর ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন সহ উপজেলার সকল উপকৃষি কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, তালের বীজ ও চারা রোপন করার উদেশ্য হচ্ছে বজ্রপাত নিরোধক, রাস্তা দুপাশ সৌন্দর্য বর্ধন, পরিবেশ ভারসাম্য রক্ষা ও সুশীতল ছায়া দান করবে।

সংবাদ সংগ্রহ:
কামরুন্নাহার কাঁকন, টিপি
কৃষি তথ্য সার্ভিস, ঢাকা অঞ্চল।