রাজশাহী অঞ্চলের চার জেলা তথা রাজশাহী, নাটোর, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বন্যা পরবর্তীতে করনীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল হান্নান
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার উপপরিচালক কৃষিবিদ দেব দুলাল ঢালী, নাটোর জেলার উপপরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, নওগাঁ জেলার উপপরিচালক কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক, চাপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালক কৃষিবিদ মো. মুঞ্জুরুল হুদা, বীজ প্রত্যয়ন এজেন্সীর আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম এবং কল্যানপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ সাইফুর রহমান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি চলমান কৃষি মৌসুমের ওপর বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বন্যা পরবর্তী ফসল রক্ষা এবং আগাম রবি ফসল চাষের বিভিন্ন দিক নিয়েও বিশদ আলোচনা করেন। বক্তব্যকালে প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিতে রয়েছে। তবে বর্তমান কৃষি বান্ধব সরকারের বিভিন্ন দূরদৃষ্টি সম্পূন্ন পদক্ষেপের কারনেই বাংলাদেশের কৃষিতে অনেক সাফল্য এসেছে। তিনি বর্তমান সরকারের ভিশন ২০২১ এবং ভিশন-২০৪১ এর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরিশেষে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিষ্ঠার সাথে চাষীদের সকল প্রকার সহযোগিতা প্রদান করার আহ্বান জানান। এছাড়াও তিনি জমিতে পার্চিং ব্যবহার, জৈব সারের ব্যবহার, কৃষি যান্ত্রিকীকরণসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বীজ প্রত্যয়ন এজেন্সী, কৃষি তথ্য সার্ভিস, সড়ক ও জনপথ, আইএফএমসি প্রকল্প, হর্টিকালচার সেন্টারে কর্মরত বিসিএস(কৃষি) ক্যাডারের প্রায় ১০০ জন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।