জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সামাজিক বনায়ন বিভাগ এর আয়োজনে ফেণী শহীদ মিনার প্রাঙ্গনে ১৮ জুলাই ২০১৭ হতে ২৪ জুলাই ২০১৭ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। ১৮ জুলাই বিভাগীয় বন কর্মকর্তা জনাব এস এম কায়সার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ অভিযান ও মেলাটি উদ্ভোধন করেন জনাব মনোজ কুমার রায়, জেলা প্রশাসক, ফেণী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. খালেদ কামাল, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেণী।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশের আয়তনের তুলনায় ২৫% বনভুমি থাকা দরকার। কিন্তু বাস্তবে ২৫% বন নেই। এই মেলার আয়োজনের মূল উদ্দেশ্য জনগণকে বৃক্ষ রোপণের উদ্ভদ্ধ করা। তিনি ফলজ, বনজ, ঔষধি বৃক্ষের উপকারিতা, পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা ও অর্থনৈতিক গূরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি জনাব মনোজ কুমার রায়, জেলা প্রশাসক, ফেনী তাঁর বক্তব্যে বলেন, বৃক্ষ রোপণ করে যে - অর্থ, পুুুষ্টি ও স্বাস্থ্য পায় সে। তিনি মেলায় ১৫০ রকমের ফল প্রদর্শনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং এমন মহতী কাজের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। মেলায় আগত বিভিন্ন নার্সারিকে বাজারের তুলনায় কম দামে মান সম্মত চারা বিক্রির জন্য অনুরোধ করার পাশাপাশি জনগনকে ফলজ গাছ বেশি লাগানোর আহ্বান জানান তিনি।
উদ্ভোধনী অনুষ্ঠানের সভাপতি বিভাগীয় বন কর্মকর্তা জনাব এস এম কায়সার বলেন, ফেনী জেলার সামাজিক বনায়নের উপার্জিত অর্থ থেকে প্রায় এক কোটি টাকা বিতরণ করা হয়েছে সামাজিক বনায়নের সাথে জড়িত ব্যক্তিদের মাঝে। দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য ফলদ বৃক্ষের পাশাপাশি ওষুধি বৃক্ষের প্রতিও সবার নজর দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জনাব এস এম জাহাঙ্গীর আলম সরকার; অতিরিক্ত জেলা প্রশাসক জনাব দেবময় দেওয়ান; জনাব অব্দুর রহমান বি কম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফেণী সদর। উদ্বোধন শেষে কাজীরবাগ ইকো-পার্ক অতিথিরা বৃক্ষ রোপণ ও মাছের পোনা অবমুক্ত করেন। মেলায় কৃষি তথ্য সার্ভিসের পক্ষ থেকে বৃক্ষ রোপণ ফল পরিবহন ও পক্রিয়াজাতকরনের উপর ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন করা হয়।