Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুলাই ২০১৬

রাঙ্গামাটিতে ফলদ বৃক্ষের চারা বিতরণ


প্রকাশন তারিখ : 2016-07-17

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মিশ্র ফল বাগান স্থাপন প্রকল্পের আওতায় গত ১৪/০৭/২০১৬ খ্রি: তারিখে কৃষক কৃষানীদের মাঝে  ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। রাঙ্গামাটি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহোযোগিতায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বিতরণকর্মসূচীরউদ্বোধনঅনুষ্ঠিত হয়। সদর উপজেলা কৃষি অফিসার জনাব আপ্রুমার্মারসভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধনমনিচাকমা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক, কৃষিবিদ রমনীকান্তিচাকমা, অমিতচাকমা, সদস্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং স্মৃতিবিকাশত্রিপুরা, সদস্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন সদর উপজেলারবিস্তীর্ণ পাহাড়ীএলাকায়পরিকল্পিত ফল বাগান স্থাপনের অনেক সম্ভাবনা রয়েছে। পরিকল্পিত ফল বাগান স্থাপন ও সঠিকপরিচর্যার মাধ্যমে পাহাড়ীএলাকার ফলের উৎপাদন কয়েকগুনবাড়ানো যায়। এ জেলার ফল বাইরের জেলায়ফরমালিন ও ক্ষতিকররাসায়নিক মুক্ত হিসেবে পরিচিতি পেয়েআসছে। তাই এ জেলার ফলের ব্যাপক চাহিদা রয়েছে। সে উদ্দেশ্যকে সামনে রেখেরাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক মিশ্র ফল বাগান স্থাপন প্রকল্পের আওতায়মিশ্র ফল বাগান স্থাপনে কৃষকদেরসহায়তা করা হচ্ছে। অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর উপজেলার ৬টি ইউনিয়নের  ৯৭ জন কৃষক কৃষানীদের প্রত্যেককে ২০টি করে আম ও ২০টি করে লিচুর উন্নত জাতের চারা বিতরণ করা হয়। চারা বিতরণেরপাশাপাশিউপস্থিত কৃষক কৃষানীদের ফল চাষের আধুনিক কলা কৌশল বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।