রাজধানীর বিএডিসি ভবনে ২৪ নভেম্বর ২০১৬ তারিখে বিএডিসির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, শস্য বহুমুখীকরণে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। এজন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং অন্যান্য স্থানীয় প্রতিষ্ঠানের কৃষি বিজ্ঞানীগণকে একযোগে কাজ করার আহ্বান জানান। কৃষিমন্ত্রী খাদ্যশস্য উৎপাদনে কৃষকদের সহায়তায় বিএডিসির ভূমিকার প্রশংসা করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত নীতির আলোকে বিএডিসিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিএডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. নসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি এবং কৃষি সচিব মোহাম্মদ মইনউদ্দীন অবদুল্লাহ্।