খামারবাড়িতে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী ২০১৬ শেষ হয়েছে। ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’ এ প্রতিপাদ্যে ১৮ জুন ২০১৬ তারিখে পুরষ্কার প্রদানের মাধমে কৃষি সম্প্রসারণ দপ্তর এ আয়োজন সম্পন্ন করেছে। ফল প্রদর্শনীতে অংশগ্রহনকারী স্টল, ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, প্রগতিশীল কৃষক ও সর্বোচ্চ ফল উৎপাদনকারী জেলাকে পুরষ্কৃত করা হয়। জাতীয় ফল প্রদর্শনীতে আমসহ বাহারি ফল প্রদর্শনের জন্য স্টল হিসেবে প্রথম স্থান অর্জনকারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে ক্রেষ্ট ও সনদ পত্র প্রদান করা হয়। গত বৃহস্পতিবার (১৬ জুন ২০১৬) সকালে আ. কা. মু. গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়াম চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ মেলা উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ এমপি।। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী এমপি ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব মকবুল হোসেন এমপি।। শনিবার (১৮ জুন ২০১৬) বিকালে আ. কা. মু. গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়ামে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী ২০১৬ এর সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. মোশারফ হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (বীজ) মো. ফজলে ওয়াহেদ খোন্দকার ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আযাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং এর পরিচালক এস. এম আবু জার।