Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ August ২০১৬

কুমিল্লা বরুড়া উপজেলায় ছয় দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা


প্রকাশন তারিখ : 2016-08-11

সুস্থ্য যদি থাকতে চান দেশী ফল বেশী খান। দেশী ফলের গাছ লাগালে অর্থ পুষ্টি সবিই মিলে। কুমিল্লা বরুড়া উপজেলায় ১০আগষ্ট/১৬ তারখি হতে ছয় দিন ব্যাপী বরুড়া উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে উপজেলা কম্পপেক্সে ফলদ বৃক্ষ মেলার বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সুস্থ্য থাকার জন্য আমাদেরকে প্রতিদিনই প্রায় ২০০ গ্রাম ফল খেতে হয়। আবার বানিাজ্যক ভিত্তিতে ফল বাগান করলে অন্যান্ন ফসলের তুলনায় আর্থিক সমৃদ্ধি বেশি অর্জন করা যায়। অর্থাৎ ফলের গুরত্ব সর্বস্থরের জনগনের কাছে পৌঁছে দেয়ার জন্য এ মেলার উদ্দেশ্য।

 ফিতা কেটে বর্ণাঢ্য র‌্যালী ও মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি মো. আসাদুল্লাহ্, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা জেলা। প্রধান অতিথি মেলা ও র‌্যালী শেষে উপজেলা মিলনায়তে আলোচনা সভায় তার বক্তব্যে বলেন-কুমিল্লা হলো বহু যুগ আগ থেকেই কৃষি প্রযুক্তিতে এগিয়ে। তাই এবার লটকন গাছসহ অন্যান্ন ফল গাছ লাগিয়েও দেশের শ্রেষ্ঠ উপজেলার কাতারে বরুড়াকে নিতে হবে। তিনি উপস্থিত সকল জনগন ও স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য একটি  স্লোগান দিয়ে বলেন- লটকনের একটি চারা লাগাই, নতুন একটি স্বপ্ন বাড়াই। ফলদ বৃক্ষ মেলার বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার, তারিক মাহামুদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন-আবদুল খালেক চৌধুরী, ছোয়ারম্যান, উপজেলা পরিষদ, বরুড়া, মো. কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বরুড়া, শাহীনা মমতাজ হ্যাপী, মহিলা ভাইস চেয়াম্যান, উপজেলা পরিষদ, বরুড়া। সভাপত্ত্বি করেন- মোছা. লুৎফুন নাহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বরুড়া। মেলায় স্কুলের ছাত্র-ছাত্রীদের কে একটি করে লটকনের চারা বিনামূল্যে বিতরন করা হয়।