ভাসমান কৃষির এফএও’র সনদ হাতে পেলেন মাননীয় প্রধানমন্ত্রী
প্রকাশন তারিখ
: 2015-12-28
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) স্বীকৃতি সনদ হাতে পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার) মন্ত্রিসভার বৈঠকে সনদটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জনাব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানান। গত ১৫ ডিসেম্বর এফএও বাংলাদেশের ‘ভাসমান বাগান কৃষি পদ্ধতি’কে ‘গ্লোবালি ইমপর্টেন্ট অ্যাগ্রিকালচারাল হেরিটেজ সিস্টেম’ হিসেবে স্বীকৃতি দেয়।
সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে স্বীকৃতির বিষয়টি বিস্তারিত অবহিত করে মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই স্বীকৃতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও সম্মানের। এটি আমাদের একটি বড় অর্জন।