Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জুলাই ২০১৬

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের নব নিযুক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের ওরিয়েন্টশন কর্মসূচী অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-06-20

৩৪তম বিসিএস (কৃষি) ক্যাডারের ১৪ জন নব নিযুক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ওরিয়েন্টেশন কর্মসূচী অনুষ্ঠিত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চলের সম্মেলন কক্ষে। উক্ত ওরিয়েন্টেশন কর্মসূচীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন উইংসহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থার পরিচিতি, কার্যক্রম, বিভিন্ন দপ্তরের সাথে আন্তঃযোগাযোগ এবং কর্মকর্তা হিসেবে কাজের পরিধি, দায়িত্ব ও কর্তব্যসমূহ সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কাজে বিভিন্ন উদ্ভুত সমস্যা ও সেসব থেকে উত্তরণে উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ ও আলোচনার ভিত্তিতে কিভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সমাধান সম্ভব তা আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অঞ্চলের কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উল্লেখ করেন যে, বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, বিশেষ করে রংপুর অঞ্চল খাদ্যে উদ্বৃত্ত একটি অঞ্চল হওয়ায় এখানে মাঠে উৎপাদন ও ফলন ঠিক রাখতে নতুনদের চ্যালেঞ্জ নিয়ে আগামীতে কাজ করতে হবে।  ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে কৃষি খাত  বর্তমানে অনেক দূর এগিয়ে গেছে। মোবাইল ফোন ব্যবহার করে কৃষি বিষয়ক বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে কৃষির অনেক সমস্যার সমাধান দেয়া সম্ভব, সে সব বিষয়ে নতুনদের জানা থাকতে হবে। কৃষির চলমান চিত্র সম্পর্কে জানতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত/প্রচারিত কৃষি বিষয়ক কার্যক্রম সম্পর্কে ধারণা রাখতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক জনাব মো. শাহ আলমের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন, হর্টিকালচার, প্রশিক্ষণ, কোয়ারেন্টাইন, উদ্ভিদ সংরক্ষণ ও ক্রপস উইং এবং বীজ প্রত্যয়ন এজেন্সি ও কৃষি তথ্য সার্ভিস এর বিভিন্ন কার্যক্রম পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে নব নিযুক্ত কর্মকর্তাদের সামনে তুলে ধরেন তাজহাট, রংপুরের এগ্রিকালচার ট্রেনিং ইন্সটিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. মনিরুজ্জামান, গাইবান্ধা এগ্রিকালচার ট্রেনিং ইন্সটিটিউটের উপাধ্যক্ষ জনাব কে.এম. মাউদুদুল ইসলাম, রংপুর আঞ্চলিক বীজ প্রত্যয়ন এজেন্সীর সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা জনাব ড. মো. মোস্তাফিজুর রহমান প্রধান, কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা জনাব মো. আবু সায়েম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের উদ্যান বিশেষজ্ঞ জনাব খোন্দকার মো. মেসবাহুল ইসলাম।