Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ এপ্রিল ২০১৭

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে খরা সহনশীল বারিগম-৩০ এর জনপ্রিয়তা বৃদ্ধি


প্রকাশন তারিখ : 2017-04-11

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে খরা সহনশীল জাত বারিগম-৩০ এর জনপ্রিয়তা চাষীদের মাঝে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলন ভালো হওয়ায় আগের বীজের পরিবর্তে চাষীরা এখন নতুন বীজ বারিগম-৩০ চাষ করতে শুরু করেছে এবং অনেকে এখন এই গম চাষে আগ্রহী হয়ে উঠছে।

বাংলাদেশ গম গবেষণা ইনিস্টিটিউটের তথ্য মতে, এই জাত উচ্চফলনশীল এবং তাড়াতাড়ি কাটা যায়, এর সময়কাল মাত্র ১০০-১০৫ দিন। এছাড়া এটি অধিক তাপ সহনশীল যা বরেন্দ্র এলাকার জন্য খুব উপযোগী। এই জাতটি স্টেম রাস্ট রোগ সহনশীল, পাতা চওড়া, রোগ ও পোকা মাকড় সহনশীল। আর ফলন ৪.৫ হতে ৫.৫ টন/হেক্টর।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিকুর রহমান বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট  কর্তৃক ২০১৪ সালে উদ্ভাবিত বারিগম-৩০ নামের নতুন জাতের গম বীজ উদ্ভাবনের ফলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। এটি মুলত খরা সহনশীল হওয়ায় বরেন্দ্র অঞ্চলের কৃষককেরা পছন্দ করছে।  আর বোরো মৌসুমে বৃষ্টিপাত ও সেচ কম হলেও নতুন এই জাতের গমে সন্তোষজনক ফলন হয়। তিনি বোরো আবাদ কমিয়ে কম পানি প্রয়োজন হয় এমন ফসল এবং জাত নির্বাচন করতে কৃষকদের পরামর্শ প্রদান করেন।