Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd নভেম্বর ২০১৬

বরেন্দ্র অঞ্চলে ব্রি ধান৫৬ ও ব্রি ধান৭১ এর কাঙ্খিত ফলনে কৃষাণীর মুখে হাসি


প্রকাশন তারিখ : 2016-10-23

আমন মৌসুমে বরেন্দ্র অঞ্চলে ব্রি ধান৫৬ ও ব্রি ধান৭১ ফলন বেশ ভাল হয়েছে। গত ২১ অক্টোম্বর ২০১৬ তারিখ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, রাজশাহী পবা উপজেলায় খরা সহনশীল ব্রি ধান৫৬ ও ব্রি ধান৭১ চাষে কৃষককে উদ্বদ্ধুকরনে এক কৃষক সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মোঃ শাহজাহান কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ব্রি, উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. তমাল লতা আদিত্য। কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন ব্রি, রাজশাহীর প্রধান ড. মো. রফিকুল ইসলাম। খরা প্রবন বরেন্দ্রাঞ্চলে খরাসহনশীল ব্রি ধান৫৬ ও ব্রি ধান৭১ জাত দুটির ভাল ফলন দেখে উপস্থিত  আমন্ত্রিত অতিথিসহ সকলে অবিভূত হন। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন উপরোক্ত জাত দুটি বরেন্দ্র অঞ্চলে চাষকৃত স্বর্না অপেক্ষা প্রায় ৩০ দিন আগে কর্তন করা যায় ফলে কৃষক তার জমিতে অনায়াসেই বরি শস্য চাষ করতে পারে। তাছাড়া জাত দুটি খরা সহনশীল হওয়ায় কম পানি ব্যবহার করে অনায়াসেই কাঙ্খিত ফলন পাওয়া সম্ভব। উক্ত কৃষক সমাবেশে পবা উপজেলার আলিমগঞ্জ ও এর আশে-পাশের  প্রায় ১৫০ জন কৃষক ও স্থানীয় জনপ্রতিনীধি উপস্থিত ছিলেন।