Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ নভেম্বর ২০১৬

সিলেটে কৃষি প্রযুক্তি মেলা ২০১৬ এর শুভ উদ্বোধন


প্রকাশন তারিখ : 2016-11-14

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট জেলার আয়োজনে ও ব্যবস্থাপনায় শুভ উদ্বোধন হয়েছে কৃষি প্রযুক্তি মেলা ২০১৬। ডিএই, খামারবাড়ি, সিলেটের চত্বরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অর্থায়নে এ মেলার আয়োজন করা হয়। চারদিন (০৪) ব্যাপী এ মেলায় ২০ টি স্টল অংশগ্রহন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কৃষিবিদ কৃষ্ণ চন্দ্র হোড়, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. ওহিদুজ্জামান, প্রকল্প পরিচালক, সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প, খামারবাড়ি, সিলেট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. আবুল হাসেম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি তথ্য, সেবা ও প্রযুক্তি বিষয়ক নান্দনিক বক্তব্যে মুগ্ধ করেছেন সবাইকে। তিনি বলেন অতিথি কৃষির এই অবস্থা ছিলনা, বরং নানা প্রযুক্তিই কৃষিকে আজ উন্নতির স্বর্ণশিখরে আসীন করেছে। তাই উপস্থিত কৃষক ভাইদের কৃষি প্রযুক্তি গ্রহণে আরোও উদ্যোগী হওয়ার আহবান করেন। পবিত্র কোরআন থেকে তেলায়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মো. সালাহ উদ্দিন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, ডিএই, সিলেট। প্রগতিশীল কৃষকের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব মো. ছৈয়দুর রহমান, দক্ষিণ সুরমা, সিলেট। অনুষ্ঠানের পরবর্তীতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন, সিলেট ইউনিটের সভাপতি জনাব মো. আব্দুল ওদুদ; উপজেলা কৃষি অফিসারের পক্ষ থেকে বক্তব্য রাখেন কৃষিবিদ কাজী মুজিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার, সিলেট সদর, সিলেট; কৃষি বিজ্ঞানী কৃষিবিদ ড. মো. মাহমুদুল হাসান নজরুল, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ওএফআরডি, বারি, সিলেট; কৃষিবিদ মো. সফিকুজ্জামান, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, এসআরডিআই, সিলেট; জনাব মো. জাহাঙ্গীর হোসেন, উপপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর, সিলেট।
বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করেন কৃষিবিদ ডা. মো. নুরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সিলেট। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্য উপস্থাপন করেন, কৃষিবিদ মো. আবুল হাসেম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন কৃষিবিদ মোহাইমিনুর রশিদ, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, সিলেট।
চারদিন ব্যাপী এ মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আইএফএমসি প্রকল্প, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর ওএফআরডি ও সাইট্রাস গবেষণা কেন্দ্র, হর্টিকালচার সেন্টার, কৃষি বিপণন অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, মৃত্তিকা উন্নয়ন গবেষণা ইন্সটিটিউট, কৃষি তথ্য সার্ভিস, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন, মেসার্স আলীম ইন্ড্রাস্ট্রিজ, এসিআই মটরস, লালতীর লি., সুগন্ধা নার্সারিসহ আরোও কয়েকটি নার্সারীর স্টল। প্রতিটি স্টলের আধুনিক কৃষি তথ্য, সেবা ও প্রযুক্তি বিভিন্নভাবে উপস্থাপন করা হয়। মেলার অন্যতম আকর্ষণ ছিল চাষী ও বান্টি আচার চাটনির স্টলগুলো। মেলায় কৃষি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শণ করার উদ্যোগ গ্রহণ করে কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেট। মেলা উন্মুক্ত থাকবে সকাল ৯.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত।