Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুলাই ২০১৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পাঁচশত কৃষককে বিনামূল্যে প্রদান করা হল সেক্স ফেরমোন ফাঁদ


প্রকাশন তারিখ : 2016-07-17

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে পরিবেশ বান্ধব পদ্ধতিতে নিরাপদ সবজী উৎপাদনের জন্য পাঁচশত কৃষকের মাঝে ১৬ জুলাই ২০১৬ তারিখ সেক্স ফেরোমেন ফাঁদ বিতরন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, এম.পি। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জনাব বদরে মুনির ফেরদৌস, জেলা প্রশাসক, নোয়াখালী; জনাব মোঃ ইলিয়াস শরীফ, পুলিশ সুপার, নোয়াখালী ; জনাব প্রণব ভট্টাচার্য, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; জনাব মিজানুর রহমান বাদল, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কোম্পানীগঞ্জ। উপজেলা কৃষি অফিসার জনাব পুষ্পেন্দু বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন ছাড়াও বিপুল সংখ্যক কৃষক-কৃষানী, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা ও সঠিক সিদ্ধান্তের ফলে কৃষকের ঘামে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় ভবিষ্যৎ বাংলাদেশের স্বার্থে এখন সময় এসেছে খাদ্য নিরাপত্তা ধরে রাখার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা অর্জনের। সকলের সহযোগিতায় অচিরেই আমরা এতেও সফলতা অর্জন করব। তিনি এ ব্যাপারে সকলকে মনযোগী হবার আহবান জানান।
প্রধান অতিথি মহোদয় পরবর্তীতে পাঁচশত কৃষকের মাথাপিছু ৫টি করে ফেরোমেন ফাঁদের বক্স ও ১০ টি করে সেক্স ফেরমোন লিউর বিতরন কার্যক্রমের শুভ সূচনা করেন। এছাড়াও তিনি উপজেলা পরিষদের তরফ থেকে কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসকে মাটির লবনাক্ততা পরিমাপ যন্ত্র, ফরমালিন টেস্টিং কিট, পাওয়ার স্প্রেয়ার হস্তান্তর করেন। একই অনুষ্ঠানে তিনি কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে ঘূর্নিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্থদের বিভিন্ন প্রকার সহায়তা সামগ্রীও হস্তান্তর করা হয়।