বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমীতে “কৃষি সম্প্রসারণ ম্যানুয়াল হালনাগাদকরণ” বিষয়ক কর্মশালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক কৃষিবিদ মোঃ হামিদুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমীর সম্মানিত মহাপরিচালক কৃষিবিদ ড.মোহাম্মদ মাতাহুরুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর সম্মানীত পরিচালক কৃষিবিদ প্রতীম কৃমার মন্ডল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জনাব মোহাম্মদ ফজলুর রহমান এবং ক্যাটালিস্টের গ্রুপ লিডার মোঃ ওয়াসিয়ুজ্জামান আকন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জনাব মোহা হযরত আলী।
প্রধান অতিথি মহোদয় তাঁর বক্ত্যব্যে উল্লেখ করেন, বাংলাদেশে কৃষি প্রযুক্তি সম্প্রসারণের ক্ষেত্রে “কৃষি সম্প্রসারণ ম্যানুয়াল” একটি অন্যতম মাধ্যম। তাই এই ম্যানুয়ালটি সহজীকরণের জন্য কৃষির বিভিন্ন স্টেকহোল্ডারের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। তিনি আরোও বলেন, এই কর্মশালার মতো সকল কৃষি অঞ্চলে এই ধরণের কর্মশালা অনুষ্ঠিত হবে এবং সেখান হতে যে সকল সুপারিশ আসবে সে সকল সুপারিশ মূল্যায়ন করে এই ম্যানুয়ালটিতে সংযোজন ও বিয়োজন করা হবে। তিনি আশা প্রকাশ করেন “কৃষি সম্প্রসারণ ম্যানুয়াল” হালনাগাদকরণ কাজ সম্পূর্ন হলে কৃষি সম্প্রসারণ কাজে গতিশীলতা আসবে। পরিশেষে তিনি এই ম্যানুয়ালটি হালনাগাতকরণে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৃষি উপকরণ ব্যবসাযী ও কৃষক মিলে প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন।