বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বনানী, খামারবাড়ি, বগুড়ার উদ্যোগে উপপরিচালকের অফিস চত্তরে অনুষ্ঠিত ৫ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। বগুড়া-৩৬ আসনের মাননীয় সাংসদ কৃষিবিদ মো. আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মমতাজ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়ার অতিঃ পরিচালক কৃষিবিদ মো. হযরত আলী, বগুড়া জেলার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, বগুড়া জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক কৃষিবিদ প্রতুল চন্দ্র সরকার ।
প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পুর্ণতা অর্জন করেছে, আমরা এখন নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে এগিয়ে চলেছে। বর্তমান কৃষি বান্ধব সরকার ক্ষমতায় আসার পর সারের মুল্য অর্ধেকের নিচে নেমে আসে। কাজেই কৃষি প্রযুক্তি ব্যবহার করে বর্তমান সরকারের এই সাফল্য কাজে লাগিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য সকলের প্রতি উদাত্ব আহ্বান জানান এবং মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের শুরু থেকে জনগণের কল্যানে গ্রাম থেকে গ্রামাঞ্চলে আই সিটি’র ব্যবহার প্রসারে কাজ করে যাচ্ছে যার ফলে দেশের সকল সেক্টরে অভুতপুর্ব সাফল্য অর্জন সম্ভব হয়েছে। দেশের মানুষ আজ ঘরে বসে ভর্তি ফরম, চাকুরী নিয়োগ ফরম, পরীক্ষার রেজাল্টসহ অন্যান্য তথ্য পূরণ নিজের কাজ নিজে করতে পাচ্ছে। এখন আর অন্যের অন্যের দারস্থ হতে হচ্ছেনা। কাজেই সকল স্তরের ব্যাক্তিবর্গকে কৃষি প্রযুক্তি মেলা থেকে সকল স্তরের তথ্য ও জ্ঞার্নাজনের জন্য মেলা উপভোগ করার উদাত্ব আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি মেলায় আগত অতিথিবৃন্দের স্বাগত ও শুভেচ্ছা জানান এবং সর্বত্মক সহযোগীতার জন্য উপস্থিত সুধীজনদের কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষি বিভাগের সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীদের কৃষকের পাশে থেকে নিরলস ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপপরিচালক প্রতুল চন্দ্র বলেন,
৫ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হর্টিকালচার সেন্টার, কৃষি বিপণন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ, বিএডিসি, সরকারী ও বেসরকারী ষ্টলসহ মোট ৪০টি স্টল নিজ নিজ বিভাগীয় উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫০০ জন জনসাধারণ উপস্থিত ছিলেন।