Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ মে ২০১৬

সিলেট সদর উপজেলায় কৃষি প্রযুক্তি মেলা ২০১৬ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-04-28

সিলেট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট সদরের উদ্যোগে ২৭/০৪/২০১৬ইং তারিখে সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা ২০১৬ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আলহাজ্ব আশফাক আহমদ, চেয়ারম্যান, সিলেট সদর । প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ এবং খাদ্য বিদেশেও রপ্তানী করা হচ্ছে। কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে ভর্তুকিসহ সহজ শর্তে সরকার কৃষি ঋণ প্রদান করছেন। এতে কৃষক-কৃষাণীরা উৎসাহিত হয়ে কৃষি উৎপাদনে ঝাঁপিয়ে পড়েছেন। উপজেলা কৃষি অফিসার কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. ফজলুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুহেল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জৈন উদ্দিন, কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন ও স্থানীয় নেতৃস্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।  অনুষ্ঠান উদ্বোধনের পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।  

তিন দিন ব্যাপী সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা ২০১৬ সমাপনী ও পুরস্কার বিতরণী ২৯/০৪/২০১৬ ইং তারিখে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জনাব কৃষ্ণ চন্দ্র হোড়। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেশে বিপুল পরিমান খাদ্য ঘাটতি ছিল। আর বর্তমানে আমাদের দেশ খাদ্যশস্য বিদেশে রপ্তানি করছে। তিনি কৃষি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনে আন্তরিক হওয়ার আহ্বান জানান। সিলেটের পতিত জমি কৃষি প্রযুক্তির মাধ্যমে পর্যায়ক্রমে চাষাবাদের আওতায় অর্ন্তভূক্ত করার সব পন্থা কাজে লাগানোর অনুরোধ জানান।

উপজেলা কৃষি অফিসার কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার রুহুল আমীন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি অফিসার ফজলে মঞ্জুর ভূইয়া, উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. ফজলুল হক, কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন হাটখোলা ইউনিয়নের শফিক আহমদ, স্টল মালিকদের মধ্যে বক্তব্য রাখেন শামীম আহমদ, এনজিও সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখেন মালিক আনোয়ার খান। সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ স্টল দাতার ১ম স্থান অধিকার করেছে উপজেলা কৃষি অফিস, ২য় স্থান অধিকার করেছে আলিম ইন্ডাস্ট্রিজ লি.। অংশগ্রহণকারী সকল স্টল দাতাদেরকে বিশেষ সম্মাননা পুরস্কার এবং চারজন কৃষককে স্প্রে মেশিন প্রদান করা হয়।