Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ August ২০১৬

কক্সবাজার জেলায় শস্যবিন্যাস পর্যালোচনা ও উন্নয়ন সম্ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-08-08

‘‘উপজেলাভিত্তিক শস্যবিন্যাসের ডাটাব্যাস তৈরী করা এবং সম্ভাবনাময় ফসলাদির বিন্যাস চিহ্নিত করা” এ লক্ষ্য নিয়ে গত ০৭/০৮/১৬ইং তারিখে কক্সবাজার জেলার ঝিলংজা হর্টিকালচার সেন্টারস্থ প্রশিক্ষণ হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেম বিভাগ দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেন। জেলার আটটি উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনাডম্বর এ কর্মশালায় প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. অভিজিৎ সাহা, বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট কর্মশালার মুল বিষয় এবং এর উপযোগীতার কথা তুলে ধরেন।
জনাব আ,ক,ম শাহরীয়ার, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেন, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি শস্য বিন্যাস খুবই জরুরী। টেকসই ফসল উৎপাদনের জন্য এটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে হবে। বক্তব্য শেষে তিনি কর্মশালার উদ্বোধন ঘোষনা করেন।
কর্মশালায় শুরুতেই ৮টি উপজেলাকে ৪টি ভাগে বিভক্ত করে প্রতি ভাগে ২ জন বৈজ্ঞানিক কর্মকর্তাকে সংযুক্ত করে বিদ্যমান শস্য বিন্যাস পর্যালোচনা ও উন্নয়ন সম্ভাবনা বিষয়ে তিন ঘন্টা ধরে পর্যালোচনা করেন। তারা বিভিন্ন কারণ ও সময় বিশ্লেষন করে পতিত জমির সর্বোচ্চ ব্যবহার এবং ফলন বাড়ানোর বিভিন্ন ফসলের সময় অনুযায়ী আবাদের ব্যবস্থা, উপজেলাভিত্তিক বিভিন্ন ফসল, জমির উচ্চতা, নিচুতা নদী নালা, সেচ সম্ভাবনা, মাটির বিন্যাস, পাহাড়ী জমির অবস্থা ইত্যাদি চিহ্নিত করেন এবং এসব বিষয় বিবেচনা পুর্বক গবেষণা থেকে ফসলভিত্তিক শস্য বিন্যাস তৈরী করে পরবর্তীতে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে পারলে ফলন অবশ্য বাড়বে আশা করেন ড. অভিজিৎ সাহা।
প্রশিক্ষণে ড. মুহাম্মদ শহীদুল্লাহ, এসএসও এবং প্রকল্প পরিচালক, ড. মোঃ নাসিম সহ অন্যান্য গবেষকরা উপস্থিত ছিলেন।