Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মার্চ ২০১৭

সোনাতলা উত্তর কালাই মধুপুরে রাজস্ব খাতে ভুট্টা প্রদর্শণীর মাঠ দিবস


প্রকাশন তারিখ : 2017-03-20

বগুড়া জেলার সোনাতলা উপজেলার উত্তর কালাই মধুপুর মাঠে রাজস্ব খাতে ভুট্টা প্রদর্শণীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের মাননীয় সাংসদ কুষিবিদ মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ কামাল উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা নির্বাহী কর্মকর্তা মির্জা সাকিলা দিল হাসিন।
শুরুতে সুধীজনদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সালাউদ্দিন সরদার।
প্রধান অতিথি বলেন, ভুট্টা ভারী মজার ফসল যা সারা বছর চাষ করা যায়। তুলনামুলক এর উৎপাদন খরচ খুবই কম, কারন এর চাষে ২/১টি সেচ দিলেই সহজেই এর চাষ করা যায়। ভুট্টা দিয়ে নানাবিধ খাবার তৈরী করা যায়। মানুষের খাবারের পাশাপাশি হাঁস-মুরগীসহ অন্যান্য পশু খাদ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে কাজেই নিম্ন চরাঞ্চলে এর আবাদ ব্যাপক ভাবে বাড়াতে হবে।
বিশেষ অতিথি বলেন, ভুট্টা একটি লাভজনক ফসল। স্বল্প সেচে যেহেতু এর চাষ করা যায় এবং সময় কম লাগে ভুট্রা চাষ করলে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমানো সম্ভাব। তাই লাভজনক এ ফসলটি আবাদে উপস্থিত কৃষক ভাইদের এগিয়ে আসার অনুরোধ জানান।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, শুধু ধান ফসলই নয়, দানা জাতীয় ফসলের মধ্যে ভুট্টা একটি উৎকৃষ্ট ফসল। যেহেতু সারা বছরই এর চাষ করা যায় তাই জমি পতিত না রেখে চরাঞ্চলসহ যে কোন জায়গায় এর আবাদ বাড়াতে তিনি উপস্থিত কৃষক ভাইদের অনুরোধ জানান।
মাঠ দিবসে উপজেলা পর্যায়ের কর্মকর্তা/কর্মচারি, এলাকার গন্যমান্য ব্যাক্তিসহ ৭০০ জন আদর্শ কৃষক/কৃষানি উপস্থিত ছিলেন।