কক্সবাজার সদর উপজেলায় রাইস প্লান্টার যন্ত্রের সাহায্যে আমন ধানের চারা রোপণ উপলক্ষে সদর উপজেলার খরুলিয়া ব্লকের খামার পাড়া গ্রামে কৃষক ইমতিয়াজ আহমেদ জুয়েল এর জমিতে ব্রি ৪৯ জাতের ধানের চারা রোপণ উপলক্ষে মাঠ দিবসের অয়োজন করা হয় । এখানে প্রচুর উপস্থিতিতে ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে সহজভাবে চারা রোপণের কৌশল দেখানো হয় । এতে কৃষকেরা শ্রমিকের অভাব পুরণে কম খরচে এযন্ত্রের ব্যবহারের প্রতি আগ্রহী হয় । তারা মনে করে আগামিতে এ যন্ত্রের ব্যাবহার বাড়বে ।
মাঠ দিবসে উপপরিচালক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার, উপজেলা কৃষি অফিসার, সদর সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসার, চেয়ারম্যান ঝিলংঝা ইউনিয়ন পরিষদ এবং এলাকার প্রচুর কৃষক উপস্থিত ছিলেন ।
গত ২৪/০৮/১৬ ইং সদর উপজেলার পি এম খালীর ব্লকে মালে পাড়া জামে মসজিদ পাড়ায় মো: রমজান আলীর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ব্রি ৫০ জাতের আমনের চারা রোপণ উপলক্ষে মাঠ দিবসের আয়োজন করা হয় । অল্প খরচে যন্ত্রের সাহায্যে সহজে চারা রোপণের কৌশল চাষীদের মাঝে খুবই আগ্রহের সৃষ্টি হয় এবং আগামিতে প্রচুর কৃষক এ পদ্ধতিতে চাষ করার আগ্রহ প্রকাশ করে । এতে যেমন লাইনে চারা রোপণ করা যায় তেমনি খরচও কম।
মাঠ দিবসে উপপরিচালক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃ:স: অধি:কক্সবাজার, উপজেলা কৃষি অফিসার সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসার ১নংও২নং ওয়ার্ডের মেম্বারসহ অনেক কৃষক উপস্থিত ছিলেন ।